খেলার টুকরো খবর |
|
ক্রীড়া সংস্থার বৈঠক
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমানের ক্রিকেট লিগে এবার মোট ৯টি ক্লাব প্রথম বিভাগে ও ১৫টি ক্লাব দ্বিতীয় বিভাগে খেলবে। দ্বিতীয় বিভাগে খোলা হবে তিনটি গ্রুপে। সম্প্রতি ক্লাব প্রতিনিধিদের নিয়ে বৈঠকে করেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব শিবশঙ্কর ঘোষ। তিনি জানান, এবারের বৈঠকে ক্লাবগুলির তরফে ‘প্রাইজ মানি’ ও ‘ম্যাচ মানি’ বাড়ানোর দাবি ছিল। পরের বছর থেকে যাতে স্থানীয় দলগুলি ৪ জনের বেশি বহিরাগত ক্রিকেটার খেলাতে না পারে সেই প্রস্তাবও দেওয়া হয়। এই প্রস্তাব বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ বছর প্রতিটি ম্যাচে এই প্রথম মাঠে নামানো হবে ড্রিঙ্ক্স্ টলি। ডেসিংরুম সংস্কার করে আধুনিক করা হবে। প্রতি ম্যাচের শেষে থাকছে ম্যাচের সেরার পুরস্কার ঘোষণা। উপস্থিত ছিলেন ক্রীড়া সংসদের সম্পাদক পীরদাস মণ্ডল ও সংস্থার সদস্য তথা জামালপুরের বিধায়ক উজ্জ্বল প্রামানিক।
|
ভলিবল লিগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সাতটি ক্লাবকে নিয়ে সদর ভলিবল লিগ শুরু হয়েছে বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে। চারটি ম্যাচে অগ্রদূত সংঘ ৩-২ সেটে নবোদয় সঙ্ঘকে ও ৩-০ সেটে মেমারির মণ্ডলজোলা গোরাচাঁদ তরুন সঙ্ঘকে হারায়। অগ্রদূত কোচিং সেন্টার ৩-০ সেটে হারায় মণ্ডলজোলা গোরাচাঁদ তরুন সঙ্ঘকে। রতন স্মৃতি সঙ্ঘ ৩-২ সেটে হারায় নবোদয় সঙ্ঘকে।
|
সুপার ডিভিশন ফুটবল লিগ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবল লিগের শনিবারের গ্যমনব্রিজ মাঠের খেলা অমীমাংসিত ভাবে শেষ হল। গ্যামনব্রিজ ফ্রেন্ডস ক্লাব ও নবারুণ এসি খেলায় কোনও গোল হয়নি। এ দিন এমএএমসি মাঠের খেলায় বিজয়ী হল তানসেন এসি। তারা ৩-০ গোলে ডিএসপিএসএ-কে হারায়। গোল করেন সুরেশ হেমব্রম, কৃষ্ণা সিংহ ও সুভাষ সিংহ। রবিবারের গ্যামনব্রিজ মাঠের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়। আমরা ক’জন বয়েজ ক্লাব ও ফ্রেন্ডস রেজিমেন্ট একটি করে গোল করে। আমরা ক’জনের হয়ে অনুপম হাজরা ও ফ্রেন্ডসের হয়ে তপন ভুঁই গোল করেন। খেলা পরিচালনা করে প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও এমএমকে বণিক। এমএএমসি মাঠের খেলায় বিজয়ী হল অআকখ ক্লাব। তারা ১-০ গোলে দুর্গাপুর টাউন ক্লাবকে হারায়। গোল করেন রঘুনাথ রায়।
|
জয়ী কাপিষ্ঠা
নিজস্ব সংবাদদাতা • বারাবনি |
বারবানি থানা গ্রাম রক্ষা বাহিনী ও পণ্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় বিজয়ী হল কাপিষ্টা শিবসঙ্ঘ ক্লাব। কাপিষ্ঠা নেতাজি সুকান্ত ময়দানে তারা বাঁশপাহাড়ি আদিবাসী ক্লাবকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়।
|
রাঙাপাড়ার হার
নিজস্ব সংবাদদাতা • হিরাপুর |
বড়থল নেতাজি সঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল হারামডিহি আদিবাসী ক্লাব। তারা বড়থল মাঠে রাঙাপাড়া সেভেন স্টারকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারায়। ফাইনাল ও প্রতিযোগিতার সেরা বিজয়ী দলের যথাক্রমে নরেন মণ্ডল ও জগৎ সোরেন।
|
কলেজ ভলিবল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
বর্ধমানের বিবেকানন্দ কলেজে এই প্রথম শুরু হয়েছে আন্তঃবিভাগীয় ভলিবল। এতে মোট আটটি বিভাগ যোগ দিয়েছে। ফাইনালে প্রাতঃবিভাগ ৩-০ সেটে ছাত্র সংসদকে হারায়। |
|