ঠিকাকর্মী নিয়োগকে কেন্দ্র করে আইএনটিইউসি এবং আইএনটিটিইউসি-র মধ্যে গোলমাল বাধল দুর্গাপুর স্টিল প্যান্টে (ডিএসপি)। রবিবার সকালে দু’পক্ষই নিজেদের দলের বেশি সংখ্যক লোক নিয়োগের দাবি জানিয়ে ডিএসপি-র সিইও পিকে সিংহের বাড়ির সামনে জড়ো হয়। এর পরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি বেধে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিএসপি-তে ১৪ জন ঠিকাকর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাঁরা মালির কাজ করবেন। ডিএসপি-র বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকের বাংলোয় এবং শহরের অন্যত্র সৌন্দর্যায়নের কাজ করে থাকেন এই ঠিকাকর্মীরা। |
আইএনটিইউসি-র পক্ষে সঞ্জীব চট্টোপাধ্যায়ের অভিযোগ, “আইএনটিটিইউসি তাঁদের সমর্থক ১৪ জনকে নিয়োগের দাবি জানাচ্ছে। কিন্তু আমাদের দাবি, আমাদেরও কয়েক জনকে নিয়োগ করতে হবে। কিন্তু আইএনটিটিইউসি আমাদের দাবিকে কোনও গুরুত্ব না দিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে।” প্রতিবাদ জানাতে এ দিন তাঁরা ডিএসপির সিইও-র বাড়ির সামনে জড়ো হন। অন্য দিকে, আইএনটিটিইউসি-র পক্ষে হিমাংশু আশের পাল্টা দাবি, “অহেতুক সমস্যা তৈরি করে কাজের পরিবেশ নষ্ট করছে আইএনটিইউসি।” এ দিন নিজেদের দাবির সমর্থনে আইএনটিটিইউসি-র লোকজনও সিইও-র বাড়ির সামনে জড়ো হয়। দুই পক্ষের মধ্যে বাদানুবাদ থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। গোলমালের আঁচ পেয়ে পুলিশ সেখানে হাজির ছিল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ডিএসপি-র পক্ষ থেকে অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। |