ঘূর্ণি পিচেও দুই ইংরেজের সিংহগর্জন |
|
রাজর্ষি গঙ্গোপাধ্যায়, মুম্বই: দুপুর-দুপুর ওয়াংখেড়েতে জনৈক ক্রিকেটভক্ত ভাসিয়ে দিলেন টুইটটা। ‘মিস্টার অনিল কুম্বলে। উই আর মিসিং ইউ ব্যাডলি! এই পিচে যদি আপনি থাকতেন...।’ সহজ চোখে আশ্চর্যই ঠেকবে। যে পিচে বাউন্স আছে, শেন ওয়ার্ন রায় দিচ্ছেন বল নাকি ঘুরবে লাট্টুর মতো, ধোনির হাতে তিন স্পিনার, সেখানে অনিল কুম্বলে কেন! হরভজন আছেন। বাউন্স কী ভাবে আদায় করতে হয়, দীর্ঘ ক্রিকেটজীবনের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই জানেন। |
|
পূজারা ভারতের সর্বকালের যে কোনও
টেস্ট দলে ঢুকবে, বলছেন ওয়াড়েকর |
রাজর্ষি গঙ্গোপাধ্যায়, মুম্বই: ’৭১-এর ঐতিহাসিক সিরিজ জয়ের অন্যতম স্থপতি ছিলেন তিনি। তাঁর অধিনায়কত্বেই ব্রিটিশ সিংহের ডেরায় ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়।
একান্ন বছর পর, আবার এক ভারত বনাম ইংল্যান্ড টেস্ট-যুদ্ধ। তাঁর নিজের শহরেই। এবং মুম্বইয়ে বসে অজিত ওয়াড়েকরের আফসোস হচ্ছে!
কেন? চেতেশ্বর পূজারা তখন ছিলেন না যে! |
|
|
ইস্টবেঙ্গলকে এখন সেরা মানছেন বিপক্ষ কোচেরাও |
|
প্রীতম সাহা, কলকাতা: যা চলছে, এ রকম আরও হবে!
‘সবই তো দেখছেন’ গোছের ইঙ্গিতপূর্ণ হাসি দিয়ে যুবভারতী থেকে নিজেদের গাড়ির দিকে যাওয়ার আগে প্রয়াগ কোচ এলকো সাটোরি এবং সালগাওকর কোচ ডেভিড বুথ বলে গেলেন, “ইস্টবেঙ্গল এখন সেরা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ওদের আটকাতে গেলে সবাইকেই পরিশ্রম করতে হবে।” |
|
|
|
‘ওডাফা বদলে
গিয়েছে, আমিও’ |
|
|
বড় রানের বোঝা চাপছে বাংলার কাঁধে |
|
টুকরো খবর |
|
|