টুকরো খবর
শাস্তি হচ্ছেই কার্লোসের
কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন প্রয়াগের কার্লোস হার্নান্ডেজ। ক্লাবের অন্যতম শীর্ষকর্তা নবাব ভট্টাচার্য সোমবার শহরে ফিরলেই কোচ এলকো সাটোরি ও কার্লোসের সঙ্গে আলোচনার পর চূড়াম্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফোনে নবাব বললেন, “কার্লোসের আচরণে আমরা অসন্তুষ্ট। শৃঙ্খলাভঙ্গের শাস্তি ওকে পেতেই হবে।” শুক্রবার সালগাওকর ম্যাচে কার্লোসকে তুলে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে রিজার্ভ বেঞ্চে না বসে তিনি মাঠ ছেড়েই বেরিয়ে যান। পরে ভিআইপি বক্সে বসে ম্যাচ দেখেন। ফিফার নিয়মানুযায়ী কোনও ফুটবলারকে মাঠ থেকে তুলে নেওয়ার পর তাঁকে রিজার্ভ বেঞ্চে বসতে হয়। নিজের ক্লাব ছাড়াও ফেডারেশনের শাস্তির কবলে পড়তে হতে পারে কার্লোসকে। কার্লোসের আচরণে চটেছেন প্রয়াগ কোচ এলকো। শনিবার অনুশীলনে তাঁর সঙ্গে আলাদা করে কথা বলেন ডাচ কোচ। অনুতপ্ত হওয়া তো দূরের কথা, কোচের তৈরি করা নিয়ম মেনে শৃঙ্খলাভঙ্গের জরিমানাও দিতে অস্বীকার করেন কার্লোস। তাঁর ফিটনেসের জন্য কোচ ‘ক্যাটেল বিল্ড ট্রেনিং’এর ব্যবস্থা করেছিলেন। সেই বিশেষ ট্রেনিং নিতেও রাজি হননি তিনি। এলকো বললেন, “আমার কাছে বিশ্বকাপার থেকে স্থানীয় ফুটবলার সবাই সমান। কার্লোস পুরো ফিট নয়। ভাল খেলতেও পারছিল না। তাই ওকে তুলে নিয়েছিলাম।”

বর্ষসেরা বোল্ট
ছবি বোল্টের টুইটারের।
আবার বর্ষসেরা উসেইন বোল্ট। লন্ডন অলিম্পিকে তিনটি সোনা জেতায় আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের বিচারে সেরা পুরুষ অ্যাথলিট তিনি। মেয়েদের সেরা হলেন যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার অ্যালিসন ফেলিক্স। তিনিও লন্ডনে তিনটি সোনা জেতেন। ফেলিক্সের এটাই প্রথম বর্ষসেরার সম্মান। আর গত পাঁচ বছরে বোল্টের চতুর্থ।

ভাইচুংয়ের জেতা হল না
কোচের দায়িত্ব নেওয়ার পর দু’নম্বর ম্যাচেও সিকিম ইউনাইটেডকে জেতাতে পারলেন না ভাইচুং ভুটিয়া। শেষ দিকে মাঠে নেমে গোল নষ্ট করলেন। খেলা শেষ হল ২-২ গোলে। পুণের মোগা জোড়া গোল করলেন। সিকিমের হয়ে গোল করেন আটিভি এবং সফর সরদার। ভাইচুং জানাচ্ছেন, জানুয়ারির মধ্যেই নতুন কোচ। মারগাওয়ে ১-০ জিতল ডেম্পো। গোল করেন জোয়াকিম। শিলংয়ে লাজং এফ সি’কে হারিয়ে জয়ে ফিরল চার্চিল ব্রাদার্স। ম্যাচের শেষমুহূর্তে আক্রমের গোলে তিন পয়েন্ট আসে সুভাষ ভৌমিকের দলের।

পাল্টা লড়াই স্মিথদের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষের দিকে পাঁচটা উইকেট নিয়ে কিছুটা হলেও ম্যাচে ফিরল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ১৬২ রানের লিড নিয়ে ৭৭-০ ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বাঁ-হাতি মিডিয়াম পেসার রোরি ক্লাইনভেল্ডের তিন উইকেট ধাক্কা দেয় অস্ট্রেলিয়াকে। দিনের শেষে অস্ট্রেলিয়া ১১১-৫। ক্রিজে আছেন মাইকেল ক্লার্ক (৯ ব্যাটিং) এবং মাইক হাসি (৫ ব্যাটিং)।

পাক-জয় ভারতের
পারথের আন্তর্জাতিক হকিতে ভারত ৫-২ গোলে হারাল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। হকি নাইন্স-এ (৯ জনের দল) ভারতের হয়ে প্রথমার্ধে রঘুনাথ ও এস ভি সুনীল (২) এবং বিরতির পরে আকাশদীপ ও মনপ্রীত সিংহ গোলগুলি করেন। পাকিস্তানের ব্যবধান কমান রসুল ও রিজওয়ান। রবিবারই এই দু’দলের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণের লড়াই।

বিদায় শুমাখার
ফর্মুলা ওয়ানে শেষ বারের মতো মাইকেল শুমাখার নামবেন রবিবার ব্রাজিলের রেসে। সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন মানছেন দ্বিতীয় অবসরের আগে ততটা আবেগতাড়িত নন, যতটা ছিলেন প্রথম বার। “জিতে গুডবাই বলতে পারলে দারুণ হত। এটুকু বলছি, কাল লড়াইয়ের চেষ্টা অবশ্যই করব।” বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগণিত গুণমুগ্ধদের জন্য তাঁর হেলমেটে বার্তা‘জীবনে আবেগটাই আসল। আমার আবেগের ভাগিদার হওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ।”

জীবের নজির
নিজের আঙুলের চোট বা মায়ের পা ভাঙার খবর, কোনওটাই দমাতে পারল না জীব মিলখা সিংহকে। দুবাইয়ে ওয়ার্ল্ড ট্যুর চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে আট-আন্ডার ৬৪ স্কোর করে এই কোর্সে সর্বোচ্চ স্কোরের রেকর্ড স্পর্শ করলেন ভারতীয় তারকা। রেকর্ডটা ভেঙেই যেত যদি ১৮ নম্বর হোল-এ তাঁর পাট গর্তের কানা ঘেঁষে না গিয়ে ভিতরে পড়ত। রাতারাতি লিডারবোর্ডে পঞ্চাশ থেকে পঁচিশে উঠে এসেছেন জীব।

বাংলার ৮
২০১৭-র অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের প্রাথমিক শিবিরে বাংলা থেকে আট জন ফুটবলারকে বাছল ফেডারেশন। সব মিলিয়ে ৫৪ জন ফুটবলার বাছা হয়েছে। প্রতিভা অন্বেষণের জন্য কল্যাণীতে অনূর্ধ্ব ১৪ ফুটবল-উৎসব করেছিল ফেডারেশন। চ্যাম্পিয়ন সিকিম।

পূজারার সৌরাষ্ট্র ৯০
চেতেশ্বর পূজারা যখন তাঁর চওড়া ব্যাটে ভারতীয় দলকে টানছেন, তখন পূজারা-হীন সৌরাষ্ট্র রঞ্জিতে ৯০ রানে অলআউট হয়ে গেল। পঞ্জাবের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপার পেসার সন্দীপ শর্মা একাই ৭ উইকেট নেন মাত্র ২৫ রানে। পঞ্জাব প্রথম দিনের শেষে ১২৫-৫।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.