৪ অভিভাবকহীন, অনাথ।
৫ রাজা।
৭ যে লিপিতে হিন্দি
সংস্ক্ৃতাদি ভাষা লেখা হয়।
৯ এর থেকে রফতানি বেশি হলে
দেশের অর্থনীতির পক্ষে মঙ্গল।
১০ এটা চলে গেলে পুরুষের লালিত্য কমে যায়।
১১ সুবিচার করতে পারে এমন।
১২ সূর্যবন্দনা।
১৪ প্রধানত বাঁশি যা দিয়ে তৈরি হয়।
১৫ এর পরে নিবেদন লিখলে
কাঙ্ক্ষিত শব্দটি এসে
যায়।
১৬ সমালোচনা করা হয়েছে এমন।
১৮ উত্তম-অপর্ণা অভিনীত ছবিটি প্রায় ‘সাউন্ড অফ মিউজিক’-এর বাংলা সংস্করণ।
২০ বিরাম, ফুরসত।
২২ অনুজের সঙ্গে।
২৩ দেখা হলেই হাসে এমন।
২৫ তিলকছাপা যা এও তাই।
২৭ নৃত্যজীবিনী।
২৮ ঠাট্টা, তামাশা।
২৯ মানসজগৎ।
৩০ পদ্ম।
৩১ অতিবাহন, অবসর। |
|
১ এ শাড়ি ঢাকার-ই নাম করা।
২ ‘কোনোকালে ছিলে না কি মুকুলিকা বালিকাবয়সী,/হে উর্বশী’।
৩ ঋণী, যে ধার
করেছে।
৪ ক্ষমতাশালী, পটু।
৬ যমের বাড়ি।
৭ দেশবিদেশব্যাপী।
৮ রীতি অনুসারে।
১৩ দুষ্ট, দুর্বৃত্ত।
১৫ এ যার নেই সে সময়ের কাজ
সময়ে করতে অপারগ।
১৭ এ সাংবাদিক ছবি তোলে।
১৯ জলে ভেজা চোখ।
২১ এটা পরলে বৃষ্টির
জল গায়ে লাগে
না।
২৩ মাতৃপরিচয়ে শ্রীকৃষ্ণ।
২৪ এ রাজাসনে তো এক জন্তু।
২৬ অল্পের উপর, একটুআধটু।
২৮ পায়ে হেঁটে মিছিলে শামিল হওয়া। |