উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
বছরভর স্কুলের দোরগোড়ায় জমে থাকে জল, শিকেয় পঠনপাঠন |
|
নিজস্ব সংবাদদাতা, রায়দিঘি: রাস্তায়, বারান্দায়, রান্নাঘরে এক হাঁটু জল। তাও প্রায় তিন মাস। এই এক ভাবে জল জমে রয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ২-এর দমকল-পিরখালি গ্রামের দু’টি স্কুল এবং একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জমা জলে শ্যাওলা, নোংরা জমে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। ফলে মাস খানেক ধরে পঠনপাঠন বন্ধ ওই দু’টি স্কুলে। এলাকার অন্য একটি বাড়িতে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। সাপখোপ, অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ হয়ে পড়ার ভয়ে অভিভাবকেরা ছেলেমেয়েদের স্কুলে পাঠান না। |
|
সিপিএম, আরএসপি
ছেড়ে তৃণমূলে |
|
|
শাসনে প্রহৃত দুই তৃণমূল কর্মী, অভিযুক্ত সিপিএম |
|
টুকরো খবর |
|
|
বিচিত্র পারাপার। সাঁকরাইলের মানিকপুরে রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের তোলা ছবি। |
|
হাওড়া-হুগলি |
শাসনে প্রহৃত দুই তৃণমূল কর্মী, অভিযুক্ত সিপিএম |
নিজস্ব সংবাদদাতা, বারাসত: সোমবার সন্ধ্যায় শাসন বাজারে তৃণমূলের দুই নেতা-কর্মীর উপরে দলেরই বহিষ্কৃত এক নেতার মদতে সিপিএম-আশ্রিত কিছু দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। শাসনের তৃণমূল পর্যবেক্ষক শহিদুল ইসলাম এবং দলের কর্মী মোহন পালকে ভর্তি করা হয় বারাসত জেলা হাসপাতালে। থানায় লিখিত অভিযোগে শহিদুল দাবি করেছেন, দলের বহিষ্কৃত নেতা আমিনুদ্দিন সশস্ত্র কিছু লোকজন নিয়ে হামলা চালিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ। |
|
টুকরো খবর |
|
আমাদের স্কুল |
|
|
হাওড়ার কুলগাছিয়ায় এখন কালী মূর্তি তৈরির ব্যস্ততা তুঙ্গে। ছবি: সুব্রত জানা। |
|
|