রবিবার ছুটি চাই, আউটডোর
বন্ধ হচ্ছে ক্যানসারের |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পুজোয় টানা ছুটি পেলে মন ভাল থাকে, রবিবার কাজ করতে হলে আপত্তির ঝড় ওঠে। সরকারি হাসপাতালে এমন কর্মসংস্কৃতির জন্যই রবিবারের ক্যানসার আউটডোর বন্ধ হয়ে গেল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাজ্য তথা সারা দেশে নজির গড়ে বছর দেড়েক আগে এই আউটডোর চালু হয়। কিন্তু চিকিৎসক, নার্স, চতুর্থ শ্রেণির কর্মীদের মিলিত আপত্তিতে নভেম্বর থেকে সেখানে তালা পড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, ভবিষ্যতে অন্য বিভাগের আউটডোরও রবিবার খোলা হতে পারে, এই আশঙ্কায় আপত্তি তুলেছেন অন্য বিভাগের চিকিৎসক-নার্সরাও। |
|
চার কেজি চালেও পেট ভরে না দুই ভাইয়ের |
অনুপরতন মোহান্ত, গঙ্গারামপুর: পাক্কা পাঁচশো গ্রামের মুড়ির প্যাকেটটা এনামেলের বাটির উপরে উপুড় করে দিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ছেলেটি। মুখোমুখি বসা সহোদর চিত্রবৎ চুপ। --“ও মা... মা।” পা ছড়িয়ে বসে থাকা দু-ভাইয়ের সামনে স্তূপীকৃত মুড়ির পাহাড়ে অবহেলায় খানিক জল ঢেলে দিয়ে যান বাণীদেবী। পা দাপিয়ে উঠোন পেরিয়ে যেতে যেতে বিড় বিড় করেন, “পারি না বাবা, রাক্ষস!” সে কটূক্তি বাতাসে হারায়। মুড়ির বাটিতে তখন বাস্তবিকই হারিয়ে গিয়েছে দুই ভাই। |
|
|
রাজ্যের সহযোগিতা মিলছে না রায়গঞ্জে, অভিযোগ ডালুর |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরিতে রাজ্য সরকার কোনওরকম সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী আবু হাসেম খান চৌধুরী (ডালুবাবু)। মন্ত্রী হওয়ার পরে মঙ্গলবার কলকাতায় এসে প্রদেশ কংগ্রেস নেতাদের উপস্থিতিতে ডালুবাবু স্পষ্ট বলেন, ‘‘রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল হবেই। রাজ্য সরকার কোনও সহযোগিতা করছে না। অনেক দিন হয়ে গেল। কেন্দ্রীয় সরকার আর অপেক্ষা করবে না। এ বার হাসপাতালের কাজ শুরু করতেই হবে।” |
|
সরকারের জবাবদিহি
চায় বামেরা |
|
|
|
রক্তমাখা গজ-ব্যান্ডেজ-তুলো
পচছে আঁস্তাকুড়ে |
|
টুকরো খবর |
|
|