সরকারের জবাবদিহি চায় বামেরা
বার রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে কংগ্রেস-তৃণমূল রাজনীতি করছে বলে অভিযোগে আসরে নামল সিপিএম। মঙ্গলবার সিপিএমের তরফে রায়গঞ্জ শহর ও লাগোয়া এলাকায় বিশাল ফ্লেক্স টাঙিয়ে এইমস নিয়ে ৩টি প্রশ্ন তুলে কংগ্রেস-তৃণমূলের কাছে জবাব চাওয়া হয়েছে। সিপিএমের প্রথম প্রশ্ন, এইমস নিয়ে কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারকে অনুমোদন সংক্রান্ত চিঠি দিয়েছে? দ্বিতীয়ত, এইমস বাবদ যোজনা কমিশন কত অর্থ বরাদ্দ করেছে? তৃতীয়ত, জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে অর্থ দিয়েছে কি? এর পরেই ওই ফ্লেক্সে লেখা রয়েছে, ‘রাজ্যের তৃণমূল সরকার রায়গঞ্জে এইমস চায় না, এটা আমরা জানি। কিন্তু কেন্দ্রের কংগ্রেস সরকার চায় কি? তা হলে সরকারি প্রক্রিয়া এখনও শুরু হয়নি কেন?’ কেন হঠাৎ এমন প্রশ্ন তুলে আসরে নামল সিপিএম? সিপিএমের সিপিএমের জেলা সম্পাদকমন্ডলীর সদস্য অপূর্ব পাল ও রায়গঞ্জ লোকাল কমিটির সম্পাদক নীলকমল সাহা একযোগে বলেন, “রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি নিয়ে গত এক বছর ধরে কংগ্রেস ও তৃণমূল নেতারা যা বলছেন তাতে বাসিন্দাদের অনেকেই বিভ্রান্ত। হাসপাতাল তৈরির প্রক্রিয়া শুরু না হওয়ায় কংগ্রেস ও তৃণমূল পরস্পরকে দুষছে। দুই দলের রেষারেষিতে হাসপাতাল তৈরি নিয়েই সংশয়ের সৃষ্টি হয়েছে। সেই কারণে বাসিন্দাদের সংশয় কাটিয়ে হাসপাতাল তৈরির দাবিতে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা তিনটি প্রশ্ন তুলে শহরে একাধিক ফ্লেক্স ও হোর্ডিং দেওয়ার পাশাপাশি দেওয়াল লিখনের কাজও শুরু করেছি।”
ছবিটি তুলেছেন তরুণ দেবনাথ।
এই বিষয়ে জেলা কংগ্রেস সভাপতি তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত সিপিএমের কঠোর সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, “সিপিএম জেলায় জনসমর্থন হারিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে জমি ফিরে পেতে কিছু না জেনেই অবাস্তব প্রশ্ন তুলে বাসিন্দাদের ভুল পথে চালিত করার ফন্দি এঁটেছে। ওদের প্রশ্নের উত্তর দিতে রুচিতে বাঁধে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দীপাদেবী কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে জানিয়ে দিয়েছেন, আগামী মার্চ মাসের মধ্যেই রায়গঞ্জে হাসপাতালের শিলান্যাসের কাজ শেষ হয়ে যাবে।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ দাবি করেন, “বাম আমলে সিপিএমই তো জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করতে পারে নি। এখন ব্যর্থতা ঢাকা দিতে প্রশ্ন তুলেছে। জমি অধিগ্রহণ করার দায়িত্ব রাজ্য সরকারের। কেন্দ্র সরকার কেনও রাজ্যকে টাকা দিতে যাবে? প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পে ৮২৩ কোটি টাকা বরাদ্দে কেন্দ্র ২০০৯ সালে হাসপাতাল তৈরির চূড়ান্ত অনুমোদন দিয়ে তৎকালীন রাজ্য সরকারকে লিখিতভাবে জানিয়ে দিয়েছিল। সে জন্যই পূর্বতন বামফ্রন্ট সরকার বিধানসভা নির্বাচনের আগে জেলা প্রশাসনের কাছে প্রস্তাবিত জমির নকশা ও বিবরণ চেয়ে পাঠিয়েছিল।” পবিত্রবাবুর কটাক্ষ, সিপিএম নেতাদের পড়াশোনা করে রাজনীতি করা উচিত। তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন, “আমরা কংগ্রেস ও তাঁদের বি টিম সিপিএমের কোনও মন্তব্যের জবাব দিতে চাই না।” তিনি জানান, তাঁরাও চান রায়গঞ্জে এইমসের ধাঁচে হাসপাতাল তৈরি হোক। তবে মুখ্যমন্ত্রী কৃষি জমি নষ্ট করে হাসপাতাল তৈরির পক্ষপাতি নন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার রায়গঞ্জে ৮২৩ কোটি টাকা খরচে ১০০ একর জমিতে ৯৬০ শয্যার এইমসের ধাঁচের একটি হাসপাতাল গড়ার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.