মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (এমসিআই)-র অনুমোদন আদায় করতে কল্যাণী মেডিক্যাল কলেজের জন্য ৪৪ জন চিকিৎসক নিয়োগ করবে স্বাস্থ্য দফতর। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে। প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব দেখিয়ে চলতি বছরে ওই মেডিক্যাল কলেজের অনুমোদন বাতিল করেছিল এমসিআই। এর মধ্যে অন্যতম ছিল প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকার বিষয়টি। শূন্য পদ পূরণ না হলে মেডিক্যাল পড়ুয়াদের শিক্ষা অসম্পূর্ণ থাকবে বলে মন্তব্য করেছিল এমসিআই। মূলত সেই জন্যই চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে মহাকরণ সূত্রের খবর। ৪৪ জনের মধ্যে এক জন অ্যাসোসিয়েট প্রফেসর, চার জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ১০ জন ডেমনস্ট্রেটর এবং ২৯ জন জুনিয়র রেসিডেন্ট মেডিক্যাল অফিসার।
|
শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের ও সংলগ্ন কিছু এলাকার আর্থ-সামাজিক এবং স্বাস্থ্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। সম্প্রতি বিসিপিএস স্কুল সোসাইটি ও সেলেসিয়ান কলেজের শিলিগুড়ি শাখার যৌথ উদ্যোগে ওই সমীক্ষা হচ্ছে। সোসাইটির পক্ষে বিজন চক্রবর্তী জানান, ওয়ার্ল্ড ব্যাঙ্কের আর্থিক সহযোগিতায় ওই কাজ করা হচ্ছে। সেবক রোড, জ্যোতিনগর, আশিগড়, ফাঁপড়ি এলাকায় সমীক্ষা চালানো হবে। প্রাথমিক পর্যায়ে তিন থেকে চার হাজার পরিবারের মধ্যে ওই সমীক্ষা হবে। তিনি বলেন, “ওই রিপোর্ট শিলিগুড়ির বিধায়ক তথা বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্যের মাধ্যমে রাজ্য সরকারের কাছে পাঠানো হবে।”
|
বিধায়ক তহবিলের প্রায় ৬ লক্ষ টাকায় কেনা একটি অ্যাম্বুল্যান্স ঝাড়গ্রাম জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতিকে দান করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার হাঁসদা। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলা হাসপাতাল প্রাঙ্গণে ফিতে কেটে অ্যাম্বুল্যান্সটি উদ্বোধন করার পর নিজেই চালকের আসনে বসে অ্যাম্বুল্যান্সটি কিছুটা চালালেন সুকুমারবাবু। পাশেই ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুদীপ কাঁড়ার। তিনি অবশ্য জানান, অ্যাম্বুল্যান্স-পরিষেবা পেতে গেলে রোগীর পরিজনদের থেকে ভাড়া বাবদ ন্যূনতম খরচ নেওয়া হবে। |