টুকরো খবর
বধূকে খুনের অভিযোগ পুড়শুড়ায়
বধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে পুড়শুড়ার মসজিদতলায়। পুলিশ জানায়, মমতাজ বেগম (৩২) নামে ওই বধূর দেহ শ্বশুরবাড়ির দোতলার একটি ঘরে বাঁশের সঙ্গে গলায় শাড়ির ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল। দরজা খোলা ছিল। অভিযুক্ত স্বামী-সহ পাঁচ জন পলাতক বলে পুলিশ জানিয়েছে। তাঁদের খোঁজ চলছে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর চোদ্দো আগে পুড়শুড়ারই রাউতাড়া গ্রামের বাসিন্দা মুমতাজের সঙ্গে বিয়ে হয়েছিল স্থানীয় সমসপুর গ্রামের শেখ আব্বাস আলির। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, এই অভিযোগকে কেন্দ্র করে কিছু দিনের মধ্যেই সংসারে অশান্তি শুরু হয়। বেশ কয়েক বার স্থানীয় ভাবে সালিশিও হয়েছে। মুমতাজের ভাই শেখ রিয়াজ আলির অভিযোগ, স্বামীর ওই সম্পর্ক নিয়ে প্রতিবাদ করায় দিদিকে প্রায়ই মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিত। অনেক বার আলোচনায় বসেও কোনও লাভ হয়নি। ওই নোংরা পরিবেশ থেকে দূরে দুই ছেলে এবং এক মেয়েকে দিদি আমাদের বাড়ি রেখে দেয়। সোমবার রাতে ফের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেছিল স্বামীকে। তার কিছু ক্ষণ পরেই জামাই ফোন করে বলে, দিদি অসুস্থ। গিয়ে দেখি দেহ ঝুলছে।” রিয়াজের দাবি, “ওরা মেরে দিদিকে ঝুলিয়ে দিয়েছে।”

নিখোঁজ নাট্যকর্মীর ভাইকে হুমকি
নিখোঁজ নাট্যকর্মী বিমান ভট্টাচার্যের ভাইকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। উত্তরপাড়ার কোন্নগরের বাসিন্দা বিমানবাবু ১৯৯২ সাল থেকে নিখোঁজ। তাঁর ভাই বিধান ভট্টাচার্যের অভিযোগ, মঙ্গলবার সকালে কোন্নগরের অরবিন্দ রোডের কাছে কয়েক জন যুবক তাঁর স্কুটার দাঁড় করায়। গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র হাতে নেমে আসে কয়েক জন। বিমানবাবু নিখোঁজ হওয়ার পরে গড়িয়াহাট থানায় মামলা দায়ের হয়েছিল। সেই মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হয় বিধানবাবুকে। তিনি বলেন, “মামলা প্রত্যাহার করা না হলে আমার অবস্থাও দাদার মতো হবে বলে শাসায় ওরা। তারপর গাড়িতে উঠে চলে যায়।” এ দিনই উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করেন বিধানবাবু। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, জখম প্রায় ২০ জন
তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর সভার আগে দলেরই দুই গোষ্ঠীর মারামারিতে উত্তপ্ত খানাকুল। আজ, বুধবার খানাকুলের বলপাইয়ে শুভেন্দুবাবুর সভা আছে। মঙ্গলবার লোকজন নিয়ে তারই প্রচারে বেরোন তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী। অভিযোগ, ঘোষপুরের কাছে দলেরই এক নেতা কুরবান খানের নেতৃত্বে কিছু ছেলে হামলা চালায়। ইট-পাটকেল নিয়ে লড়াই বাধে। জখম হয়েছেন জনা ২০। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ইলিয়াস বলেন, “বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে কুরবানের ছেলেরা।” অন্য দিকে কুরবানের দাবি, “শুভেন্দুবাবুর সভায় যাতে না যাই, সে জন্য হুমকি দেওয়া হয়। তারই প্রতিবাদ করে আমাদের কিছু ছেলে। ইট-পাটকেল মারা হয়নি।” গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেননি দলের নেতা শৈলেন সিংহ। তিনি বলেন, “পুলিশ ঘটনাটিদেখছে। সমস্যা মিটে যাবে।”

পঞ্চায়েত কর্মাধ্যক্ষের অস্বাভাবিক মৃত্যু
বাগনান ১ পঞ্চায়েত সমিতির এক কর্মাধ্যক্ষের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বাগনানেরই হারোপ গ্রামে। মৃতের নাম নিত্যানন্দ জানা (৪২)। বাড়ি পাশের গ্রাম হাটুরিয়ায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, নিত্যানন্দবাবু আত্মঘাতী হয়েছেন। বাগনান ১ পঞ্চায়েত সমিতিতে ক্ষমতায় রয়েছে কংগ্রেস-তৃণমূল জোট। তৃণমূলের হয়ে নির্বাচিত নিত্যানন্দবাবু পঞ্চায়েত সমিতিতে খাদ্য স্থায়ী সমিতির ভারপ্রাপ্ত কর্মাধ্যক্ষ ছিলেন। পুলিশ জানিয়েছে, এ দিন সকালে বাগনান-আমতা রাস্তার ধারে একটি গাছের ডালে নাইলনের দড়ি গলায় লাগানো অবস্থায় নিত্যানন্দবাবুর ঝুলন্ত দেহটি দেখতে পেয়ে গ্রামবাসীরা পুলিশে খবর দেন। নিত্যানন্দবাবু এলাকায় জনপ্রিয় ছিলেন। মৃত্যুর দিন দুই আগে তিনি হাটুরিয়ায় তৃণমূলের কর্মী সম্মেলন করান বলে দলীয় নেতা মানস বসু জানিয়েছেন। নিত্যানন্দবাবুর স্ত্রী এবং দু’টি ছেলে রয়েছে। বাড়িতে গিয়ে দেখা যায় শোকের ছায়া।

অটো উল্টে জখম চালক-সহ ৬
অটো রিকশা উল্টে গিয়ে চালক-সহ ৬ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাগনানের পাতিনান দ গোড়ায়। আহতদের উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে আনা হলে পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তবে চালককে সেখানেই ভর্তি করিয়ে নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। পুলিশ জানিয়েছে, বাগনান-মানকুর রাস্তা ধরে অটো রিকশাটি বাগনান থেকে বাকসির দিকে যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে অটো রিকশাটি উল্টে যায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.