টুকরো খবর
সাপ কিনতে এসে হামলা, ধৃত ৩
সাপ কিনতে না পেরে এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে মহিলাদের মারধর ও লুঠপাটের অভিযোগে তিন দু,্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম কৃষ্ণ দাস, বাপি গাজি ও অমিত সর্দার। কৃষ্ণ ও বাপির বাড়ি হাসনাবাদের হরিপুর গ্রামে। অমিতের বাড়ি রোজিপুরে। সম্প্রতি হরিপুর গ্রামের বাসিন্দা মান্না গাজি তিনটি সাপ ধরে বাড়িতে রেখে দেন। সেই খবর পেয়ে সাপ কেনার জন্য সেখানে যায় কৃষ্ণ। কিন্তু দরে না পোষানোয় সাপ বিক্রি করতে অস্বীকার করেন মান্নান। এর পরই গত শুক্রবার মান্নানের বাড়িতে হামলা চালায় ধৃত তিনজন। মান্নানের স্ত্রী বাধা দিলে তাঁর হাতে ধারাল অস্ত্র দিয়ে কোপ মেরে সাপের ঝাঁপি নিয়ে পালায় ধৃতেরা। সোমবার ভোরে পুলিশ তাদের গ্রেফতার করে।

জয়ী বিএসএফ
সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে পুলিশ, প্রশাসন ও সীমান্তরক্ষীদের এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা হয়ে গেল হিঙ্গলগঞ্জের বাঁকড়া গ্রামে। রবিবার ফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলের ব্যবধানে বিডিও একাদশকে পরাজিত করে বিএসএফ অর্থিকভাবে পুরস্কৃত করা হয়।

বাজির আগুনে ভস্মীভূত বাড়ি
বাজির আগুনে ভস্মীভূত হল বাড়ি। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে গাইঘাটার আমকোলা গ্রামে। খবর পেয়ে দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ওই বাড়িতে প্রচুর পাট ছিল। কোনওভাবে বাজির আগুন গিয়ে ওই পাটের উপর পড়লে এই অগ্নিকাণ্ড ঘটে বলে পুলিশের অনুমান। তবে ঘটনায় কেউ হতাহত হননি।

লেভেল ক্রসিং ভেঙে জখম ৪
মাথায় লেভেল ক্রসিং ভেঙে পড়ে জখম হলেন দুই মহিলা-সহ চারজন। মঙ্গলবার দুপুরে বসিরহাটের ভ্যাবলা হল্ট স্টেশনের কাছে চৌমাথা-ন্যাজাট মোড়ে এই ঘটনায় আহত দুই মহিলাকে কলকাতার আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ জানায়, এ দিন ভ্যানে করে যাচ্ছিলেন ওই চারজন। লেভেল ক্রসিংয়ের নীচে দিয়ে যাওয়ার সময় হঠাৎই তা ভেঙে পড়ে তাঁদের মাথার উপর। অন্যদিকে, এ দিন দুপুরে বাদুড়িয়ায় মোট সাইকেল দুর্ঘটনায় তিন আরোহী জখম হন। তাঁদের বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্লীলতাহানির অভিযোগ, ধৃত
বাড়িতে ঢুকে নবম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করার অভিযোগে বনগাঁ থানার পুলিশ সোমবার রাতে বাপ্পা মজুমদার নামে এক যুবককে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে বনগাঁর সুভাষনগরে। অভিযোগ, ওই দিন সকালে বাড়িতে কারও না থাকার সুযোগে বাপ্পা ওই কিশোরীর শ্লীলতাহানি করে। বিষয়টি জানার পরে প্রতিবেশীরা বাপ্পার বাড়িতে চড়াও হয়। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাপ্পাকে গ্রেফতার করে।

২৩ বাংলাদেশি ধৃত
বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বালতি, আমুদিয়া ও গাবর্ডা সীমান্ত এলাকা থেকে ২৩ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে ৭ জন মহিলা রয়েছেন। বিএসএফ ও পুলিশের বক্তব্য, ধৃতদের কাছ থেকে এ দেশে ঢোকার কোনও বৈধ কাগজপত্র না পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের বসিরহাট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দেন।

দুর্ঘটনায় জখম
পৃথক দু’টি পথ দুর্ঘটনায় এক মহিলা জখম হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচটি দোকান। মঙ্গলবার ভোরে হাবরার নকপোল মোড়ে পাথরবোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি দোকানে ধাক্কা মারলে সেটি-সহ আরও চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এ দিনই দুপুরে মছলন্দপুরে লরির ধাক্কায় এক মহিলা জখম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বাড়িতে লুঠপাট
গৃহকর্তা না থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে মহিলাদের মারধর করে সোনার অলঙ্কার-সহ কয়েক হাজার টাকা লুঠ করে চম্পট দিল দুষ্কৃতীরা। সোমবার গভীর রাতে বসিরহাট মহকুমার সন্দেশখালির কোড়াকাটি পঞ্চায়েতের রায়পাড়া গ্রামের ওই ঘটনায় জড়িত দুষ্কৃতীদের শনাক্ত করা গিয়েছে বলে পুলিশের দাবি। শীঘ্রই তাদের ধরা হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্রেন বন্ধ
ঝুপড়িতে আগুন লেগে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকল ট্রেন চলাচল। মঙ্গলবার, শিয়ালদহ-বজবজ শাখায়। পূর্ব রেল সূত্রে খবর, বেলা পৌনে ১১টা নাগাদ সন্তোষপুর স্টেশনের প্ল্যাটফর্ম লাগোয়া কিছু ঝুপড়িতে আগুন লাগে। ওভারহেডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করায় ট্রেন বন্ধ থাকে। দমকল আগুন নেভানোর পরে সাড়ে ১১টা নাগাদ ট্রেন চলাচল শুরু হয়। চারটি লোকাল ট্রেন গড়ে ২০ মিনিট দেরিতে চলে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.