ট্র্যাকে রাজা ভেটেল, আলোনসো জিতলেন মন |
|
মহাশ্বেতা ভট্টাচার্য, গ্রেটার নয়ডা: গাড়ির গায়ে প্রথমে হাত বোলানো। তার পরে পিঠ চাপড়ে দেওয়ার ঢঙে সাবাশি! চালক আর তাঁর যন্ত্রের মধ্যে অদ্ভূত স্নেহের সম্পর্ক। চব্বিশ ঘণ্টা আগে, তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, গাড়িটাকে আপনি এমন ভাবে আদর করেন, মনে হবে ওটা যেন গাড়ি নয়, ঘোড়া! সেটা শুনে জার্মান তরুণের সে কী হো হো হাসি! বলেছিলেন, “গাড়ির থেকে তো তবু পোড়া তেল আর রবারের গন্ধ বেরোয়। |
|
মহাশ্বেতা ভট্টাচার্য, গ্রেটার নয়ডা: ভীষণ প্রতীকী দৃশ্যটা। রবিবারের বুদ্ধ সার্কিটে শেষ ল্যাপে এসে গাড়ির সমস্যায় মাইকেল শুমাখার রেস ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। অন্য দিকে, টিমের সদস্যদের জড়িয়ে ধরে বিজয়োৎসব করছেন সেবাস্তিয়ান ভেটেল। যেন প্রবীণ জার্মান কিংবদন্তির হাত থেকে ব্যাটনটা চলে গেল নবীন জার্মান মহাতারকার হাতে।
এক জন ভারতে নিজের দ্বিতীয় রেস জিতে রাজ্যপাট কায়েম করলেন। |
শুমাখারকে সসম্ভ্রমে
বিদায় জানাল বুদ্ধ সার্কিট |
|
চার পয়েন্ট পেয়ে মাল্যর
মুখে হাসি ফোটালেন নিকো
|
স্বপন সরকার, গ্রেটার নয়ডা: লক্ষ্য ছিল প্রথম দশে থাকা। লক্ষ্য ছিল ঘরের মাঠে পয়েন্ট তোলা। দুটো লক্ষ্যই পূরণ করে আজ বিজয় মাল্যর মুখে হাসি ফোটালেন ফোর্স ইন্ডিয়ার ড্রাইভার নিকো হুলকেনবার্গ। তিনি শেষ করলেন আট নম্বরে। তুলে নিলেন চার পয়েন্ট। তবে ফোর্স ইন্ডিয়ার দ্বিতীয় ড্রাইভার পল ডি’রেস্টা ১২ নম্বরে শেষ করায় কোনও পয়েন্ট পাননি। রেসের পর নিকো বলছিলেন, “আজ আমরা একটা অসাধারণ রেস শেষ করলাম। |
|
আর এক বছর
নয় কেন প্রশ্ন ময়দানের |
|
|
|
অসম বিদেশিদের
যুদ্ধে মর্গ্যানের
অস্ত্র পেন |
|
করিমের অদৃশ্য হাত
জয়ে ফেরাল ওডাফাদের |
|
|
ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নিয়েছে |
|
টুকরো খবর |
|
|