সব ভাল জিনিসেরই শেষ আছে। সৌরভ গঙ্গোপাধ্যায় আর আইপিএল খেলবে না, খবরটা শোনার পর এই কথাটাই বারবার মনে হচ্ছিল। সৌরভ-ভক্তরা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার পরে এই একটা জায়গাতেই তো ‘দাদা’-র কীর্তি দেখার সুযোগ বেঁচে ছিল। এ বার সেটাও গেল।
আমার কিন্তু মনে হয়, একদম ঠিক সময় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌরভ। গত এক বছর ওর খেলা দেখে অনেক বার মনে হয়েছে, নিজের খেলাটাকে আর উপভোগ করতে পারছে না সৌরভ। কেন বলছি? দেখুন, সৌরভ বরাবর জিততে ভালবাসে। কিন্তু ইদানীং সেই জয়টা ওর টিম পাচ্ছিল না। ওর ব্যাটিংয়েও আগের সেই রাজকীয় ব্যাপারটা দেখিনি। জেতার ষোলো আনা জেদ থাকা সত্ত্বেও সৌরভের মতো বড় মাপের ক্রিকেটার জিততে পারছে না এর চেয়ে কষ্টকর আর কী হতে পারে? তা ছাড়া ওর কাছ থেকে প্রত্যাশা এত বেশি ছিল যে একটা ইনিংস খারাপ গেলেই সমালোচনার ঝড় ওর উপর আছড়ে পড়ছিল।
আইপিএল সিক্সে হয়তো সান টিভি ওকে নিতে চাইবে। তবে আর খেলবে কি না সেটা একেবারেই সৌরভের সিদ্ধান্ত। নিজের ফিটনেস নিয়ে সবচেয়ে ভাল ধারণা সৌরভেরই আছে। তবে আমি সব সময় বিশ্বাস করে এসেছি, যে মুহূর্তে তুমি বাইশ গজ থেকে আর আনন্দ পাচ্ছো না, সেই মুহূর্তেই তোমার ব্যাট-প্যাড তুলে রাখা উচিত। সৌরভ ঠিক সেটাই করেছে। মেন্টর হিসেবে ওর আইপিএলে থাকা নিয়ে খুব আলোচনা হচ্ছে। আমাকে জিজ্ঞেস করলে বলব, কেকেআর সৌরভকে ব্যবহার করতেই পারে। পুণে বা সান টিভিও ব্যাপারটা ভেবে দেখতে পারে। ওকে কোনও ডাগ আউটে দেখতে আমার ভালই লাগবে।
সৌরভ আর বাইশ গজে না ফিরলে আইপিএলের খুব বড় ক্ষতি হবে। দর্শকরা ওকে কতটা মিস করবে আন্দাজ করতে পারছি। ‘দাদা’ ছাড়া আইপিএলের সেই জৌলুসটা কি আর থাকবে? তবে হ্যাঁ, ফ্লাডলাইটের বাইরের অন্ধকারে চলে গেলেও কমেন্টেটর, কোচ, মেন্টর, ম্যানেজার যে কোনও ভূমিকাতেই দর্শক আকর্ষণের কেন্দ্রে থাকবে তাদের প্রিয় দাদা। |