ভীষণ প্রতীকী দৃশ্যটা।
রবিবারের বুদ্ধ সার্কিটে শেষ ল্যাপে এসে গাড়ির সমস্যায় মাইকেল শুমাখার রেস ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। অন্য দিকে, টিমের সদস্যদের জড়িয়ে ধরে বিজয়োৎসব করছেন সেবাস্তিয়ান ভেটেল। যেন প্রবীণ জার্মান কিংবদন্তির হাত থেকে ব্যাটনটা চলে গেল নবীন জার্মান মহাতারকার হাতে।
এক জন ভারতে নিজের দ্বিতীয় রেস জিতে রাজ্যপাট কায়েম করলেন। অন্য জন নিজের কোটি কোটি অনুরাগীকে প্রায় কাঁদিয়ে নীরবে ছেড়ে গেলেন সার্কিট। ভারতে মাইকেল শুমাখারের শেষ রেস এ ভাবে মাথা নিচু করে শেষ হবে, কে ভেবেছিল?
আজ ১ মিনিট ২৮.২০৩ সেকেন্ডে রেসের সবচেয়ে দ্রুত ল্যাপ টাইম করা ম্যাকলারেনের জেনসন বাটন গতকাল বলছিলেন, “এই ট্র্যাকে চাকা ফ্যাক্টর। চাকা গরম, ট্র্যাক ঠান্ডা হলে মুশকিল, ট্র্যাক গরম চাকা ঠান্ডা হলে মুশকিল, আর দু’টোই গরম বা দু’টোই ঠান্ডা হলে মহামুশকিল!” রেসের শুরুতে চাকাই ডোবাল শুমাখারকে। ডানদিকের পিছনের ফাটা চাকা নিয়ে পিট লেনে ফিরতে বাধ্য হয়ে অনেক পিছিয়ে পড়লেন। শেষের দিকে নিভে যাওয়ার আগে জ্বলে ওঠার মতোই কয়েকটা ল্যাপ দুরন্ত গতি তুললেন। কিন্তু যান্ত্রিক সমস্যায় তিরে এসে তরি ডুবল।
অথচ মাইকেল দারুণ লড়াই করুন, চাইছিলেন ভারতের তামাম শুমাখার-পাগল। যে দলে মহম্মদ আজহারুদ্দিন থেকে সোনাক্ষী সিংহও। সেটা হল না। তবে সসম্ভ্রমে তাঁকে বিদায় জানাল বুদ্ধ সার্কিট। আজহার বললেন, “যা-ই হোক আমি ওঁর অন্ধ ফ্যান। ক্রিকেট জীবন থেকেই আমি ফর্মুলা ওয়ান ভক্ত শুমাখারের জন্যই।” সোনাক্ষীও ফর্মুলা ওয়ান বলতে শুমাখার বোঝেন। হরভজন সিংহ বলে গেলেন, “শুমাখারের জন্য শুভেচ্ছা রইল। চাইব এর পরে যা-ই করুন, তাতে উনি সফল হোন।” ওমর আব্দুল্লা বললেন, “আমাদের মতো মানুষদের এত কাছ থেকে শুমাখারদের দেখার সৌভাগ্য হয় কই।” পিট লেনে দাঁড়িয়ে বিলিয়ার্ড কিংবদন্তি মাইকেল ফেরেরাও শুমাখারে একই রকম বিভোর। “শুমাখার রোল মডেল। ওর রেকর্ড অন্য কেউ ছুঁতে পারবে না। আমাদের ওকে শ্রদ্ধা জানানো উচিত।”
ফর্মুলা ওয়ান তারকাদের মধ্যে এই শ্রদ্ধাটাই চোখে পড়ল। কিমি রাইকোনেন বলছিলেন, “লোকে হয়তো এই দ্বিতীয় বারটা ওর কাছে অতিরিক্ত বেশি প্রত্যাশা করছিল। অর একটু ভাল গাড়ি পেলে কী করত কে বলতে পারে?” আগামী মরশুমে শুমাখারের রেস সিটে বসবেন লুইস হ্যামিল্টন। এ দিন রেসে শুরুতে স্টিয়ারিং নিয়ে সমস্যায় পড়েছিলেন এবং মাত্র তিন সেকেন্ডে তাঁর স্টিয়ারিং বদলে পিট স্টপের নতুন রেকর্ড গড়ল টিম। চতুর্থ স্থানে শেষ করা হ্যামিল্টনের কথায়, “বিরাট একটা জুতোয় পা গলাতে হবে। ফেরারির দিনগুলো থেকেই প্রত্যেক চালক মাইকেলের ফাঁকা করে যাওয়া রেস সিটে বসার স্বপ্ন দেখত। মার্সিডিজে সেই স্বপ্নটা আমার পূরণ হচ্ছে। এটা বিশাল সম্মান।”
ফর্মুলা ওয়ানে টানা পঞ্চান্ন রেস পয়েন্ট তোলার ফেরারির রেকর্ড স্পর্শ করল হ্যামিল্টন-বাটনের ম্যাকলারেন। রেস শেষের সাংবাদিক বৈঠক থেকে আচমকা উঠে যাওয়ার জন্য পরে ক্ষমা চাইলেন রেসে তৃতীয় হওয়া মার্ক ওয়েবার। পয়েন্ট পেল ফোর্স ইন্ডিয়া। রেস কেন্দ্রিক অনেক ঘটনা। সঙ্গে ভেটেল বনাম আলোনসো।
কিন্তু যুদ্ধের সেই দামার মধ্যেও শ্রদ্ধা আর আবেগটা একই রকম শুমাখারকে ঘিরে। নিজে বলেছিলেন, “আমার উত্তরাধিকার ম্লান হয়নি।”
আজকের বুদ্ধ সার্কিটে বোঝা গেল, শুমাখারদের উত্তরাধিকার ম্লান হয় না। |