উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
কর্মীর অভাব, মহিলা
থানা গড়তে সমস্যা |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: বারুইপুরে ‘মহিলা থানা’ গড়তে গিয়ে জেরবার হচ্ছেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশের কর্তারা।
একেই জেলায় মহিলা পুলিশের সংখ্যা প্রয়োজনের তুলনায় অনেক কম। যাঁরা আছেন, তাঁদের অধিকাংশই পুলিশ লাইনে কিংবা পুলিশ সুপারের অফিসে কাজ করেন। মহিলা থানার জন্য এক রকম বাধ্য হয়ে তাঁদেরই থানায় নিয়োগ করা হচ্ছে। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ভাবে তিন জন এস আই, এক জন এ এস আই এবং ১০ জন কনস্টেবল নিয়ে মহিলা থানার কাজ চালু হবে। |
|
‘ফাস্ট ট্রাক থ্রি’ আদালতে কর্মবিরতি আইনজীবীদের |
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: মুখে কালো কাপড় বেঁধে হাতে ব্যানার-পোস্টার নিয়ে বিচারকের অশোভন আচরণের প্রতিবাদে মিছিল করলেন আইনজীবী এবং মুহুরীরা। সোমবার দুপুরে বসিরহাট মহকুমা আদালত চত্বরে ওই ঘটনা ঘটে। আইনজীবীদের এ হেন অভিযোগের উত্তরে অবশ্য ফাস্ট ট্রাক থ্রি আদালত কতৃর্পক্ষ জানান, এ ব্যাপারে বিচারক কিংবা কর্মীরা কোনও কথা বলবেন না। |
|
|
টুকরো খবর |
|
|
উচ্ছ্বসিত শৈশব। সামান্য বৃষ্টির পরে জয়পুরে ফুটবল খেলায় মেতেছে ছোটরা। ছবি: রমাপ্রসাদ গঙ্গোপাধ্যায়। |
|
হাওড়া-হুগলি |
সরকারি কাজের
পরিসংখ্যানে ত্রুটি |
নিজস্ব সংবাদদাতা, শ্যামপুর: ১০০ দিনের কাজের প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হল ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম’ (এমআইএস)। নিয়ম হল, এই ব্যবস্থায় কোনও গ্রাম পঞ্চায়েত তার এলাকায় প্রকল্পটিতে যা কাজ হয়েছে তার খুঁটিনাটি বিষয় কম্পিউটারে তুলে রাখা হবে। ইন্টারনেটের মাধ্যমে তা দেশের যে কোনও জায়গা থেকে দেখা যাবে। ইন্টারনেটের মাধ্যমেই কাজের অগ্রগতি দেখে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর প্রকল্পটিতে পরবর্তী বরাদ্দ দেবে। |
|
সমন্বয়ের অভাবে বন্ধ পথ, নিত্য দুর্ভোগ হাওড়াবাসীর |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কেউ কথা রাখেনি।
কথা ছিল, মেট্রো রেলের কাজের জন্য জি টি রোড বন্ধ করা হবে না। যান নিয়ন্ত্রণের জন্য থাকবেন যথেষ্ট সংখ্যক ট্রাফিক-কর্মী। ঠিক ছিল, কাজ চলাকালীন শহরবাসীকে যতটা সম্ভব কম দুর্ভোগ পোহাতে হয়, সেই ব্যবস্থা করবে হাওড়া সিটি পুলিশ ও মেট্রো রেল। কিন্তু কেউই কথা রাখেনি। |
|
|
|
|
|
|
ভাঙন বাড়ছে সাঁকরাইলে |
|
টুকরো খবর |
|
|
গঙ্গাবক্ষে মাটি চোরদের ‘কীর্তি’। উলুবেড়িয়ার রাঙামাটিতে ছবিটি তুলেছেন হিলটন ঘোষ। |
|
|