টুকরো খবর |
কলেজে ছাত্র ভর্তি নিয়ে সংঘর্ষ |
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
ছাত্র ভর্তিকে কেন্দ্র করে তৃণমূল ছাত্রপরিষদ এবং ছাত্র পরিষদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দু’পক্ষের ৮ জন জখম হয়েছেন। তাঁদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার ফরিকচাঁদ কলেজে। পুলিশ জানিয়েছে, কোনও তরফেই লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে কলেজে ছাত্রছাত্রী ভর্তির জন্য কাউন্সেলিং চলছিল। সেই সময় ছাত্রপরিষদের কয়েকজন সমর্থক টাকা নিয়ে কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তির সুপারিশ করেন বলে অভিযোগ। এ নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে বচসা থেকে সংঘর্ষ বেধে যায়। তাতে দু’পক্ষের আট জন সমর্থক জখম হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তৃণমূল ছাত্র পরিষেদর ইউনিট সভাপতি মিলন হালদারের অভিযোগ, “ছাত্র পরিষদ দুঃস্থ ছাত্রছাত্রীদের কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে ভর্তির সুপারিশ করছিল। আমরা এর প্রতিবাদ করায় বহিরাগতদের নিয়ে এসে ওরা আমাদের মারধর করে। তাতে আমাদের সাধারণ সম্পাদক-সহ চারজন জখম হয়েছেন।” ছাত্র পরিষদের নেতা শুকদেব দাসের পাল্টা অভিযোগ, “মিথ্যা অভিযোগ করছে ওরা। ওরাই আমাদের সমর্থকদের মারধর করেছে। আমাদের কয়েকজন জখম হয়েছেন।” তাঁর আরও অভিযোগ, “কলেজে আমাদের সংগঠনের কাজকর্ম বন্ধ করতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ। এমনকী এ দিনের ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে ওরা আমাদের লোকজনের উপরে হামলা চালায়।”
|
রাস্তায় পড়ে থাকা অসুস্থের চিকিৎসার ব্যবস্থা করলেন বিএমওএইচ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
রাস্তায় পড়ে থাকা অসুস্থ এক ব্যক্তিকে সোমবার উদ্ধার করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করলেন হিঙ্গলগঞ্জের বিএমওএইচ। স্থানীয় ও ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ১০০ দিনের কাজ করতে গিয়ে পায়ে কোদালের কোপ পড়ণায় দু’টি আঙুল বাদ দিতে হয় সান্ডেলেরবিল এলাকার ভেটকিয়া পাজরাভাঙি গ্রামের বিমল মুন্ডার। সান্ডেলেরবিল হাসপাতালে কয়েকদিন চিকিৎসা করানোর পরে তিনি চলে আসেন হিঙ্গলগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। কিন্তু অভাব আর সংসারে কেউ না থাকার কারণে তাঁর দেখভালের জন্য কাউকেই পাওয়া যায়নি। ফলে স্বাস্থ্যকেন্দ্রে খোলা আকাশের নীচেই তাঁর ঠাঁই। কেউই তাঁর চিকিৎসায় সাহায্য করতে এগিয়ে আসেননি। চিকিৎসার অভাবে তাঁর পায়ের অবস্থা ক্রমশ আরও খারাপ হচ্ছিল। লোকজনের মুখে সব শুনে বিমলবাবুর চিকিৎসার ব্যবস্থা করেন বিএমওএইচ।
|
ছাত্রীর প্যান্ট খোলার কারণ দর্শাতে নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ক্লাসে ছাত্রীর প্যান্ট খুলতে বাধ্য করানোর ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা এবং ওই স্কুলের পরিচালন সমিতিকে শো-কজ করার নির্দেশ দিল রাজ্যের স্কুলশিক্ষা দফতর। উত্তর ২৪ পরগনার জেলা পরিদর্শককে ওই নির্দেশ দেওয়া হয়েছে বলে স্কুলশিক্ষা সচিব বিক্রম সেন সোমবার জানান। ইউনিফর্ম না-পরে আসায় গত সপ্তাহে গাইঘাটার একটি স্কুলে এক ছাত্রীকে ক্লাসের মধ্যেই প্যান্ট খুলতে বাধ্য করেন শিক্ষিকা। তার তদন্ত করে স্কুলশিক্ষা দফতরে রিপোর্ট পাঠান জেলাশাসক। জেলা পরিদর্শকও তদন্ত করেন। স্কুলশিক্ষা সচিব এ দিন বলেন, “রিপোর্টে জানানো হয়েছে, ঘটনাটি সত্য। তবে ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্যান্ট (‘লেগিংস’) খুলতে বাধ্য করা হয়েছিল কি না, তা স্পষ্ট নয়। ঘটনাটি কোথায় ঘটেছে, তা নিয়ে একাধিক তথ্য মিলেছে।” অভিযুক্ত শিক্ষিকা ও স্কুল পরিচালন সমিতি শো-কজের জবাব দেওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সচিব।
|
রেল অবরোধ |
নিজস্ব সংবাদদাতা • নামখানা |
ট্রেনের সংখ্যা বাড়ানার দাবিতে রেল অবরোধ হল পূর্ব রেলের শিয়ালদহ-নামখানা শাখার নামখানা স্টেশনে। সোমবার সকাল ৮টা থেকে অবরোধ শুরু হয়। ঘণ্টাখানের অবরোধ চলার পরে রেল পুলিশ গিয়ে অবরোধ তুলে দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। অবরোধকারীদের অভিযোগ, সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত নামখানা থেকে কোনও ট্রেন নেই। ফলে নিত্যযাত্রীদের প্রচণ্ড সমস্যায় পড়তে হয়। এই অবস্থায় ওই সময়ে ট্রেন চালুর দাবি জানান তাঁরা। নিত্যযাত্রীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে রেল পুলিশ জানায়।
|
পাচারকারীর মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর |
গরু পাচারকারীদের সঙ্গে বিএসএফের সংঘর্ষে মৃত্যু হল এক পাচারকারীর। আহত হয়েছেন দুই জওয়ান। তাঁদের কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত দুষ্কৃতীদের একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬টি গরু। রবিবার রাতে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর সীমান্তে তারালি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত আলতাফ হোসেনের (২২) বাড়ি বাংলাদেশের কলোরোয়া থানার বয়ারঘাটা গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
|
পাঁচ দুষ্কৃতী ধৃত |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
বাংলাদেশে সোনার দোকানে ডাকাতি করে এ দেশে পালিয়ে এলেও পুলিশের হাত থেকে রেহাই মিলল না পাঁচ দুষ্কৃতীর। বখরার নিয়ে তাদের মধ্যে বচসার জেরে গ্রামবাসীরা সব জানতে পেরে যান। ওই পাঁচজনকে আটকে রেখে পুলিশের খবর দেওয়া হয়। রবিবার দুপুরে পুলিশ তাদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে ১৯ হাজার টাকা এবং প্রায় ১১০ গ্রাম সোনা পাওয়া গিয়েছে।
|
অভিযুক্ত শিক্ষিকা |
ফের ছাত্রকে মারধরের অভিযোগ উঠল এক শিক্ষিকার বিরুদ্ধে। সোমবার, পানিহাটির ত্রাণনাথ প্রাথমিক বিদ্যালয়ে। পুলিশ জানায়, ক্লাসে সহপাঠীর সঙ্গে কথা বলার জন্য তৃতীয় শ্রেণির ছাত্র কিশলয় বন্দ্যোপাধ্যায়কে ওই শিক্ষিকা কাঠের টুকরো দিয়ে মারলে তার কানের নীচে আঘাত লাগে বলে অভিযোগ। তার বাবা চন্দনবাবু বলেন, “বাড়ি ফিরে ছেলে মারধরের কথা বলতে ভয় পাচ্ছিল। ওর আঘাত দেখে বিষয়টি জানতে পারি।’’ এ দিন খড়দহ থানায় কিশলয়ের পরিবারের তরফে ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। স্কুল-কর্তৃপক্ষের দাবি, বিষয়টি গুরুতর নয়। অভিযুক্ত শিক্ষিকা বা প্রধান শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আর এক শিক্ষক প্রদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, তিনি কখনও ছাত্রদের মারেন না। হয়তো কোনও ভাবে ওই ছাত্রের লেগে গিয়েছে। তবে অভিযোগ খতিয়ে দেখা হবে।”
|
ট্রেনের ধাক্কায় জখম |
শিশুকন্যা-সহ রেল লাইনে পড়ে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত হলেন এক মহিলা। সোমবার সকালে, শিয়ালদহ-বারাসত শাখার দুর্গানগর স্টেশনে। শিশুটির কোনও ক্ষতি না হলেও চম্পা দত্ত (২৮) নামে ওই মহিলাকে পিজিতে ভর্তি করা হয়েছে। রেলপুলিশ জানায়, এয়ারপোর্ট থানার দুর্গানগরের
উত্তর বাদরার বাসিন্দা চম্পা এ দিন মেয়ে প্রিয়াকে (৪) নিয়ে ট্রেনের সামনে ‘ঝাঁপ’ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। |
|