পুরুলিয়া-বাঁকুড়া-বীরভূম
পুরুলিয়া-বাঁকুড়া
বৃদ্ধাকে বাড়ি ফেরাল প্রশাসন
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া:
স্বামীর মৃত্যুর পরে বাড়ি ছাড়তে হয়েছিল তাঁকে। আশ্রয় নিয়েছিলেন বাঁকুড়ায় নিজের মেয়ের কাছে। নিজের অসহায় অবস্থার কথা জানিয়ে সাহায্যের আবেদনও করেছিলেন প্রশাসনের কাছে। সোমবার প্রশাসনের হস্তক্ষেপেই ফের বাড়ি ফিরলেন এক বৃদ্ধা। প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, পুরুলিয়া শহরের নামোপাড়া এলাকার বাসিন্দা বিমলা শীলের স্বামী ভোলানাথ শীলের মৃত্যু হয় ২০১১ সালের এপ্রিলে। মহকুমাশাসক (পুরুলিয়া সদর) সুদীপ্ত ভট্টাচার্য জানান, স্বামী-বিয়োগের পরে বাড়িতে থাকা ওই বৃদ্ধার পক্ষে মুশকিল হয়ে উঠেছিল।
হার মানেনি মামণি, সোমা
নিজস্ব সংবাদদাতা, পুঞ্চা ও হুড়া:
দুই পরিবারের মিল অনেক। বাড়ির পুরুষ মানুষটি কাজে না গেলে হাঁড়ি চড়া অনিশ্চিত। কিন্তু মেয়েদের উচ্চশিক্ষার অদম্য ইচ্ছা। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকেও তাঁরা এলাকায় নজরকাড়া সাফল্য পেয়েছেন। কিন্তু এ বার কলেজে পড়া নিয়ে তাঁরা সংশয়ে। একজন মামণি গড়াই। পুঞ্চার লৌলাড়া রাধাচরণ আকাডেমির এই ছাত্রী উচ্চ মাধ্যমিকে ৪০২ নম্বর পেয়েছেন। অন্য জন, সোমা পরামাণিক। হুড়া থানার নপাড়া
উচ্চ বিদ্যালয় থেকে কলা বিভাগে উচ্চ মাধ্যমিকে ৩৮০ পেয়েছেন।
পঞ্চায়েত সচিবকে ‘শো-কজ’ বিডিও-র
টুকরো খবর
বীরভূম
বেআইনি ভাবে বাড়ি করার অভিযোগ, মারধরে জখম
নিজস্ব সংবাদদাতা, নলহাটি:
‘পুকুর’ বুজিয়ে বাড়ি করার অভিযোগ উঠল নলহাটি থানার বড়লা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অবিলম্বে কাজ বন্ধ করে তদন্ত করে প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব। সোমবার দুপুরে ওই অভিযোগের তদন্ত চলাকালীন বিজেপি নেতৃত্বকে মারধর, প্রধানের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দমকল যায়।
নজরদারির অভাব, জলসঙ্কট
নিজস্ব সংবাদদাতা, বোলপুর:
জলের সমস্যা হবে। তাঁরা এই আশঙ্কাটা করেছিলেন অনেক আগেই। গত কয়েক দিনের তীব্র দাবদাহের মধ্যে জলের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন বোলপুর পুর-এলাকার বাসিন্দারা। এখনও সেই সমস্যা মেটেনি। ভরা গ্রীষ্মে দু’তিনদিন ধরে জলের অভাবে নাকাল পুরবাসীদের একাংশ। অবিলম্বে বিকল্প ব্যবস্থা করে জলসঙ্কট থেকে মুক্তির আর্জি জানিয়েছেন খোদ ওয়ার্ড কাউন্সিলরদের একাংশ। সব মিলিয়ে দ্রুত ব্যবস্থা না নিলে এই সমস্যা আরও বাড়তে বলে আশঙ্কা বাসিন্দাদের।
টুকরো খবর
চিত্র সংবাদ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.