স্বাধীনতা লাভের পরে এই প্রথম নলবাহিত পানীয় জলের পরিষেবা মিলতে চলেছে পুরুলিয়ার বোরো থানা তথা মানবাজার দুই ব্লকে। জনসংখ্যা কমবেশি একলক্ষ। এতদিন ধরে পানীয় জলের উৎস বলতে নলকূপ বা কুয়োর জলের উপরেই বাসিন্দারা নির্ভরশীল ছিলেন। কাজ ঠিকমতো চললে ২০১৩ সালের মাঝামাঝি সময়ের মধ্যে প্রকল্পটি রূপায়িত হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। মানবাজার দুই ব্লকের বিডিও পার্থ কর্মকার বলেন, “প্রকল্পটি রূপায়িত হলে ব্লক এলাকার বেশির ভাগ বাসিন্দা যাতে এর সুফল পেতে পারেন সেইমতো পরিকল্পনা করা হয়েছে।” জনস্বাস্থ্য কারিগরি দফতরের পুরুলিয়া জেলা অফিস সুত্রে জানা গিয়েছে, প্রকল্প বাবদ ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি টাকা। ৫৭টি মৌজা জলপ্রকল্পের আওতাভুক্ত হবে। টটকো নদী থেকে সাবমার্সিবল পাম্প বসিয়ে জল তোলা হবে। দু’মাস আগে বোরো থানার ঘাট গ্রামের প্রান্তে কাজ শুরু হয়ে গিয়েছে। ওই দফতর থেকে জানা গিয়েছে, টটকো এবং কুমারী নদীর সংযোগ স্থলে জল উত্তোলনের জায়গা বাছাই হয়েছে। ব্লকের বিভিন্ন প্রান্তে যাতে জল দেওয়া যায়, সে কথা মাথায় রেখে খড়িদুয়ারা, রামপুর, আঁকরো, হেঁসলা ও কুটনী এই পাঁচটি জায়গায় রিজার্ভার গড়া হবে। দফতরের পুরুলিয়া জেলা এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবজিৎ কুণ্ডু বলেন, “প্রকল্পটি রূপায়নের জন্য সময়সীমা আড়াই বছর ধরা হলেও আমরা খুব দ্রুতগতিতে কাজ করছি। আশা করছি দেড় বছরের মধ্যে কাজ হয়ে যাবে।”
|
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় গুরুতর জখম হল এক ছাত্রী। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর শহরের বাসন্তীতলা এলাকায়। পুলিশ জানায়, রিয়া লোহার নামে বাসন্তীতলা প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রীকে প্রথমে বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখান থেকে বাঁকুড়া মেডিক্যালে পাঠানো হয়। এই ঘটনার পরে বিষ্ণুপুর-আরামবাগ বাস রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষজন। তাঁদের ক্ষোভ, নিয়ম-নীতি না মেনে কিছু যুবক অতিবেগে বাইক চালানোয় এই দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই পুলিশের কাছ থেকে ঘটনার তদন্তের আশ্বাস পাওয়ায় অবরোধ তুলে নেন বাসিন্দারা। বিষ্ণুপুর মহকুমা হাসপাতালের শল্য চিকিৎসক দেবাশিস সামন্ত জানান, ওই স্কুল পড়ুয়ার ডান পায়ের হাড় ভেঙে গিয়েছে। তাঁরা ব্যান্ডেজ করে বাঁকুড়া মেডিক্যালে রেফার করেছেন। পুলিশ জানিয়েছে, ওই বাইক চালকের খোঁজ চলছে।
|
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
এক স্কুলছাত্রীকে ফুসলিয়ে নিয়ে পালানোর অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত অমিত কর্মকারের বাড়ি মানবাজার থানা এলাকায়। থানায় ওই ছাত্রীর বাবা লিখিত অভিযোগে জানিয়েছেন, ১৩ জুন তাঁর মেয়ে টিউশন পড়তে যাচ্ছি বলে সকালে বেরিয়ে আর বাড়িতে ফেরেনি। খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, পাড়ার ছেলে অমিত তাকে ফুসলিয়ে আড়শা থানার ঝুঝকা গ্রামে তার মামাবাড়িতে নিয়ে তুলেছে। সেখানে তাঁরা গেলে মেয়েকে তাঁদের হাতে তুলে দিতে রাজি হয়নি বলেও অভিযোগ। পুলিশ জানায়, রবিবার রাতে অমিতকে গ্রেফতার করা হয়েছে এবং ওই ছাত্রীকে আদালতের নির্দেশে পুরুলিয়ার হোমে পাঠানো হয়েছে।
|
গলার নলি কাটা অবস্থায় সোমবার ওন্দা থানার পুঞ্চা এলাকা থেকে এক মাছ ব্যবসায়ীর দেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম বিবেকানন্দ মুখোপাধ্যায়(৪৫)। তিনি পুঞ্চা এলাকার বাসিন্দা। বিবেকানন্দবাবুর দাদা মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায়ের দাবি, “ভাইকে খুন করা হয়েছে। কিছু ব্যক্তির উপরে আমাদের সন্দেহ রয়েছে। তাদের নাম প্রকাশ করতে চাই না। পুলিশকে জানিয়েছি থানায় অভিযোগ করেছি।”
|
ঝাড়খণ্ডের সিলি বাজারে সব্জি বিক্রি করে ফেরার পথে রবিবার বিকেলে বজ্রাঘাতে মৃত্যু হল এক সব্জি ব্যবয়ায়ীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভূতনাথ কুইরি (৩২)। বাড়ি ঝালদা থানার পুস্তি গ্রামে। পথে ঝড় ওঠায় ভূতনাথবাবু তোড়াং স্টেশনের কাছে আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
মেজিয়া ব্লকে প্রথমবার ব্লক কমিটি গড়ল বিজেপি। এই উপলক্ষে রবিবার মেজিয়ার বাগানগোড়া এলাকায় একটি সভার আয়োজন করা হয়। বিজেপির বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক অজয় ঘটক জানান, এই ব্লক কমিটির সভাপতি হয়েছেন শ্যামল কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়। |