বেআইনি ভাবে বাড়ি করার অভিযোগ, মারধরে জখম
‘পুকুর’ বুজিয়ে বাড়ি করার অভিযোগ উঠল নলহাটি থানার বড়লা পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অবিলম্বে কাজ বন্ধ করে তদন্ত করে প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকার বিজেপি নেতৃত্ব। সোমবার দুপুরে ওই অভিযোগের তদন্ত চলাকালীন বিজেপি নেতৃত্বকে মারধর, প্রধানের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দমকল যায়।
এ দিকে, এই ঘটনার জেরে ভয় পেয়ে পঞ্চায়েত কর্মীরা তালা দিয়ে পালিয়ে যান। গুরুতর জখম অবস্থায় দুই বিজেপি নেতা জগন্নাথ মাল ও নবীন সাউকে প্রথমে নলহাটি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। পরে তাঁদের রামপুরহাট হাসপাতালে পাঠানো হয়। আহত জগন্নাথ মালের অভিযোগ, “প্রধান দীনবন্ধু মাল পঞ্চায়েত লাগোয়া একটি পুকুর ইটভাটার ছাই ফেলে দীর্ঘদিন ধরে বুজিয়ে বাড়ি তৈরি করছেন। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ি তৈরি করছে দেখে গত ১৬ নভেম্বর বাসিন্দাদের একাংশ নলহাটি ১ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ করেন। পরে ২৯ ডিসেম্বর জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরে অভিযোগ জানানো হয়।” আদালতে মামলা রুজু হয় সোমবার সেই অভিযোগের তদন্তে আসেন ব্লক ভূমি ও ভূমি সংস্কার দফতরে কর্মীরা। জগন্নাথবাবুর দাবি, “প্রধানের লোকজন বাইরে দাঁড়িয়েছিল। গণ্ডগোল হওয়ার আশঙ্কায় তদন্তের কাজ বন্ধ রাখতে বললেও প্রধান জোর করে তদন্তকারী আধিকারিককে কাজ চালিয়ে যেতে বলে আমাদের বের করে দিতে বলেন।”
ছবি: সব্যসাচী ইসলাম।
তাঁর আরও দাবি, “আমাদের অফিস থেকে বের করে দিয়ে মারধর করা হয়। ঘটনার মোড় ঘোরাতে তাঁদের লোকজন প্রধানের বাড়ির গোয়ালঘরে আগুন ধরিয়ে দেয়।” ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মহম্মদ জালালউদ্দিন বিশ্বাস বলেন, “অভিযোগের ভিত্তিতে রেভিনিউ ইনস্পেক্টর কার্তিকচন্দ্র মণ্ডল তদন্তে গিয়েছিলেন। পুলিশি নিরাপত্তার দরকার ছিল। কিন্তু তা না থাকায় তদন্ত বন্ধ রাখতে বলেছিলাম।” কার্তিকবাবু বলেন, “ওখানে আমার সঙ্গে কোনও ঝামেলা হয়নি। তবে বাইরে উত্তেজনা ছিল। তাই নির্দেশ মতো তদন্তের কাজ বন্ধ রেখে ফিরে আসি।” তিনি জানান, ওই জায়গা পুকুর, বাস্তুভিটে না জলাশয় তদন্তে না বলা যাবে না।
অন্য দিকে, এই ঘটনায় পুলিশ কংগ্রেস প্রধান দীনবন্ধু মালকে আটক করেছে। তবে তাঁর পরিবারের দাবি, “পুকুর বুজিয়ে বাড়ি করা হচ্ছিল না। বিরোধীরা আগুন লাগিয়েছে। প্রধানের স্ত্রীও জখম হয়েছেন।” নলহাটি ১ ব্লকের বিডিও তাপস বিশ্বাস বলেন, “যতদূর শুনেছি প্রধানের বিরুদ্ধে পুকুর বুজিয়ে বাড়ি করার অভিযোগের তদন্ত চলাকালীন ঝামেলা হয়।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.