উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
গরমে সিপিএমের অবরোধ, যশোহর রোডে নাকাল যাত্রী |
|
নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির জন্য তৃণমূল পঞ্চায়েত অফিসে তালা দিয়েছে, এই অভিযোগ তুলে সোমবার বনগাঁর ছয়ঘরিয়ায় প্রায় চার ঘণ্টা যশোহর রোড অবরোধ করল সিপিএম।
অবরোধের জেরে দীর্ঘ যানজট হয়। গরমে নাকাল হন যাত্রীরা। অনেকে গাড়ি থেকে নেমে প্রতিবাদও করেন। কিন্তু তাতে কাজ হয়নি। শেষমেশ প্রশাসনের কর্তারা গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: নানা সময়ে গাড়ি ব্যবসায়ীদের গাড়ি কেনার টোপ দিয়ে ডেকে নিয়ে এসে টাকা, মোবাইল ফোন-সহ সর্বস্ব ছিনতাইয়ের অভিযোগে তিন জনকে রবিবার রাতে রায়দিঘি থানা এলাকা থেকে ধরেছে পুলিশ। ধৃতদের নাম সঞ্জিৎ পুরকাইত, হরিদাস বৈরাগী এবং দিলীপ পুরকাইত। সকলেই রায়দিঘি থানা এলাকারই বাসিন্দা। পুলিশের দাবি, বছর উনিশের সঞ্জিত ওই চক্রের পাণ্ডা। |
রায়দিঘি থেকে
ধৃত তিন দুষ্কৃতী |
|
বিএসএফের
গুলিতে মৃত যুবক |
চোখে গুড়োঁ লঙ্কা ছিটিয়ে
পালানোর চেষ্টা বন্দিদের |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
সিপিএম নেতার বাড়িতে হামলা, মারধর-ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা, গোঘাট: সিপিএমের লোকাল কমিটির এক নেতার বাড়িতে হামলা চালিয়ে
তাঁর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে
গোঘাটের কোকন্দ গ্রামে। ঘটনার সময়ে বাড়িতে লুকিয়ে ছিলেন ওই সিপিএম নেতা নিতাই চানক।
তাঁর ভাইপো বিশ্বজিৎ চানককে মুগুর দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। গুরুতর
জখম অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে আরামবাগ মহকুমা হাসপাতালে। |
|
ফের আক্রান্ত চন্দননগরের পাল পরিবার, গ্রেফতার ৫ |
|
নিজস্ব সংবাদদাতা, চন্দননগর: ফের চন্দননগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের পাল পরিবারের তিন মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।
সোমবার সকালে বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থক লাঠি, রড, বাঁশ নিয়ে ওই বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং মহিলাদের মারধর করে বলে অভিযোগ। পরিবারের পুরুষেরা প্রাণ বাঁচাতে বাড়ির পিছনের দরজা দিয়ে কোনও মতে পালিয়ে যান। |
|
|
|
চিত্র সংবাদ |
|
|