৭ অতি স্বচ্ছন্দে ও দ্রুতগতিতে।
৮ প্রভু বা মালিক।
৯ কণ্ঠহার ইত্যাদি অলংকারের
মাঝখানে খচিত রত্ন।
১০ সরকারি অফিসে মাঝেমাঝেই
যা নিয়ে হইচই হয়।
১১ পরস্পর।
১২ শুধু রামায়ণের রামচন্দ্রকেই নয়,
মহাভারতের পাণ্ডবদেরও
যেখানে যেতে হয়েছিল।
১৩ বর্ণনা করতে হবে।
১৫ ভীষণ মুখবিশিষ্টা।
১৮ দুর্গাপুজোর পনেরো দিন আগে থেকে নিত্যপালনীয় অনুষ্ঠান।
২১ মাসের শেষে ঘটে।
২২ লক্ষ্মীদেবী।
২৪ ইতস্তত ভ্রমণ বা চলাফেরা।
২৫ আলংকারিক অর্থে অতি তুচ্ছ পরিমাণ।
২৭ কাজের সুযোগ সৃষ্টি।
৩১ শিরোনাম।
৩২ সন্ন্যাসী বা রাজা।
৩৪ ফুলের মালা।
৩৭ মনগড়া বিষয়।
৩৮ সেকালের প্রাদেশিক শাসনকর্তা।
৩৯ রত্নসমূহ, আবার সংস্কৃত
নাট্যগ্রন্থবিশেষ।
৪০ ধূপকাঠি। |
|
১ সবুজ রঙের অত্যন্ত দামি পাথর।
২ ভদ্রতা ও সৌজন্যের রীতিনীতি।
৩ স্বকীয় বাসস্থান বা কর্মস্থল।
৪ ইতিহাস রচয়িতা।
৫ দেবগণের বাসস্থান।
৬ অন্যকে পীড়ন করার নীতি।
১১ রাজি, সম্মত।
১৪ গণেশ।
১৬ সরকার পক্ষের হয়ে
স্বীয় দলের বিরুদ্ধে সাক্ষ্য
দেয় এমন আসামি।
১৭ যাতে বল বা শক্তি পাওয়া যায়।
১৮ বস্ত্ররঞ্জনের কাজে ব্যবহৃত
কম্পিল্ল ফলের লাল গুঁড়ো।
১৯ বিশ্বাসের অভাব।
২০ দুর্দশা, দারিদ্র।
২৩ বিখ্যাত।
২৬ ঝগড়া আরও জমে উঠুক এরূপ মনোভাবাপন্ন উক্তি।
২৮ কঠিন নয় এমন।
২৯ নববর্ষার আরম্ভ।
৩০ শিশু বা প্রতিষ্ঠানাদির নাম দেওয়া।
৩৩ মুষলধারে বৃষ্টি।
৩৫ সাদর সম্ভাষণ।
৩৬ দাঙ্গা করতে অভ্যস্ত। |