এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির জন্য তৃণমূল পঞ্চায়েত অফিসে তালা দিয়েছে, এই অভিযোগ তুলে সোমবার বনগাঁর ছয়ঘরিয়ায় প্রায় চার ঘণ্টা যশোহর রোড অবরোধ করল সিপিএম।
অবরোধের জেরে দীর্ঘ যানজট হয়। গরমে নাকাল হন যাত্রীরা। অনেকে গাড়ি থেকে নেমে প্রতিবাদও করেন। কিন্তু তাতে কাজ হয়নি। শেষমেশ প্রশাসনের কর্তারা গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। |
বনগাঁর ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত সিপিএম পরিচালিত। ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে এ দিন সকালে ওই পঞ্চায়েত অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ করে তৃণমূল। ঘণ্টা খানেক ওই অবস্থান-বিক্ষোভ চলার পরেই তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলে পথে নামে সিপিএম। গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয় যশোহর রোড। তখন বেলা ১১টা। প্রবল গরম। অবরোধের জেরে দাঁড়িয়ে পড়ে একের পর এক গাড়ি, ট্রাক। ওই এলাকার সিপিএম নেতা তথা বনগাঁ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গোবিন্দ মণ্ডলের দাবি, “পঞ্চায়েতের কাজে কোনও দুর্নীতি হয়নি। তৃণমূল কাজ করতে না দেওয়ার জন্যই এ দিন বিক্ষোভ করে তালা ঝুলিয়ে দেয়। আসলে এ ভাবে ওরা এলাকায় সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে পঞ্চায়েত ভোটের আগে। সে কারণেই রাস্তা অবরোধ করা হয়।” অভিযোগ উড়িয়ে দিয়ে স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ দাস বলেন, “আমরা আদৌ পঞ্চায়েতে তালা লাগাইনি। শুধু অবস্থান-বিক্ষোভ কর্মসূচি নিয়েছিলাম। দুর্নীতিকে আড়াল করতে ওরা আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।” |
বনগাঁর বিডিও সুশান্ত বসু এবং ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বদেশ মণ্ডল ঘটনাস্থলে গিয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করেন। তৃণমূলের অভিযোগ নিয়ে দশ দিনের মধ্যে বৈঠক ডাকা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
|