উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
বসিরহাটের নানা ওয়ার্ডে জল, সঙ্গীন বাঁধের অবস্থা |
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: দিন কয়েক ধরে বৃষ্টি হচ্ছিলই। এর সঙ্গে শুক্রবারের প্রবল বৃষ্টিতে জলমগ্ন হল
বসিরহাট শহরের বেশ কিছু এলাকা। জল জমেছে মহকুমার বেশ কয়েকটি এলাকাতেও। এ দিকে, সুন্দরবন
এলাকার নদীবাঁধগুলির অবস্থা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা। সামনেই ভরা কোটাল। গ্রামবাসীদের
আশঙ্কা, এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতি না হলে বহু গ্রাম প্লাবিত হবে। |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
মামলা নিষ্পত্তি পর্যন্ত স্থিতাবস্থা থাকুক সিঙ্গুরে, আর্জি টাটাদের |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মামলায় চূড়ান্ত সিদ্ধান্তের আগে সিঙ্গুরের জমি নিয়ে স্থিতাবস্থা বজায় রাখার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাল টাটা মোটরস। শুক্রবার, মামলার তৃতীয় দিনে টাটা মোটরস-এর পক্ষ থেকে তাদের আইনজীবী সমরাদিত্য পাল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমিত্র পালের এজলাসে এই আবেদন জানান। সে ক্ষেত্রে তাঁরা (অর্থাৎ টাটারা) যে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতেও ইচ্ছুক, সে কথাও জানিয়েছেন সমরাদিত্যবাবু। |
|
আলোচনা চায় টাটারা, খুশির হাওয়া সিঙ্গুরে |
গৌতম বন্দ্যোপাধ্যায়, সিঙ্গুর: টানা চার বছরের ‘সংঘাত’ কেবলই অনিশ্চয়তা বাড়িয়েছে। এখন বরং কোনও ‘রফাসূত্র’ বেরোলেই নিশ্চিন্ত হয় সিঙ্গুর।
সিঙ্গুরে জমি ফেরত দেওয়ার আইনকে চ্যালেঞ্জ জানিয়ে টাটা মোটরস আদালতে যাওয়ার পর থেকেই অনিশ্চয়তার কালো মেঘ ঝুলছিল সিঙ্গুরে। কিন্তু শুক্রবার টাটাদের আইনজীবী প্রয়োজনে রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসার কথা তুলতেই মেঘ অনেকখানি কেটে গিয়েছে। |
|
|
সুপারভাইজার বদলের দাবি তৃণমূলের, অভিযোগ |
|
কোন্নগরে পুলিশ ফাঁড়িতে
হামলা, গ্রেফতার ১৫ |
দলীয় সদস্যের আনা অনাস্থায়
অপসারিত তৃণমূলের প্রধান |
|
টুকরো খবর |
|
চিত্র সংবাদ |
|
|