|
|
|
|
কোন্নগরে পুলিশ ফাঁড়িতে হামলা, গ্রেফতার ১৫ |
নিজস্ব সংবাদদাতা • কোন্নগর |
কোন্নগর ফাঁড়িতে হামলার ঘটনায় ৩ মহিলা-সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নিসংযোগ-সহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়। শুক্রবার ধৃতদের শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। তাঁদের মধ্যে কয়েক জনকে জামিন দেন বিচারক। বাকিদের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। এ দিনই প্রতারণার অভিযোগে আদালতে তোলা হয় চিটফান্ড সংস্থার দুই কর্ত্রীকেও।
হুগলি জেলা পুলিশের এক কর্তা বলেন, “হামলার ঘটনায় আরও যারা জড়িত, তাদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।” তদন্তকারী পুলিশ অফিসাররা মনে করছেন, ফাঁড়িতে হামলা চালানোর পিছনে কুখ্যাত এক দুষ্কৃতীর ইন্ধন রয়েছে। সম্প্রতি এক কুখ্যাত দুষ্কৃতীর বাড়িতে তল্লাশি করা নিয়ে ওই দুষ্কৃতীর দিদির সঙ্গে পুলিশের গোলমাল হয়। ওই ঘটনার সঙ্গে বৃহস্পতিবারের হামলার কোনও যোগাযোগ আছে কি না, পুলিশ তা তদন্ত করে দেখছে।
কয়েক বছর ধরে কোন্নগরের সি এস মুখার্জি রোডের একটি বাড়ির একতলা ভাড়া নিয়ে ওই এলাকারই বাসিন্দা রানি মুখোপাধ্যায় এবং তাঁর বোন দীপালি সিংহরায় একটি চিটফান্ড চালাচ্ছিলেন বলে অভিযোগ। সংস্থার প্রায় ৮ হাজার গ্রাহক রয়েছেন। কিন্তু সদস্যদের অভিযোগ, নির্ধারিত কাজের বিনিময়ে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও সংস্থাটি তা দিচ্ছিল না। এ নিয়ে এলাকায় ওই দুই মহিলার বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল।
বিষয়টি টের পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রানিদেবী কোন্নগর ফাঁড়ির দ্বারস্থ হন। সেই খবর চাউর হয়ে যায়। তার পরেই ওই মহিলাকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে মারমুখী কয়েকশো মানুষ ফাঁড়িতে চড়াও হয়। পুলিশ তা না করায় ফাঁড়ির ইনচার্জের ঘর তছনছ করা হয়। পুলিশের একটি জিপ এবং মোটরবাইক জ্বালিয়ে দেয়। যথেচ্ছ ভাঙচুর চালানো হয়। পুলিশকর্মীদের মারধর করা হয়। দুই পুলিশকর্মী আহত হন। চিটফান্ড সংস্থার অফিসেও ভাঙচুর চলে। যে বাড়িতে ওই অফিস চলত, সেখানেও হামলা হয়। লুঠপাট চলে। দীপালিদেবীকে মারধর করা হয়। ঘটনার জেরে রানিদেবীর স্বামী গৌতম মুখোপাধ্যায় রাতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন বলে পুলিশ জানায়। রাতেই কোন্নগর, নবগ্রাম, শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বাড়ি থেকে লুঠের ওয়াশিং মেশিন, গ্যাসের সিলিন্ডার, কম্পিউটারের যন্ত্রাংশ-সহ বিভিন্ন জিনিস তারা উদ্ধার করে। |
|
|
|
|
|