আস্থা বাড়ানোর উপরেই জোর দিল ভারত-পাকিস্তান
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীর নিয়ে পাকিস্তানের বাগড়ার মধ্যেও বিদেশসচিবদের বৈঠকে সন্ত্রাস ও অন্য
উদ্বেগের বিষয়গুলি গুরুত্ব দিয়েই তুলল ভারত। বৈঠকের পরে প্রকাশিত যৌথ ঘোষণাপত্রেও এই সব
সমস্যা নিরসনে দ্বিপাক্ষিক বৈঠকের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু তার চেয়েও বড় কথা, নতুন
আস্থাবর্ধক পদক্ষেপের কথা বলে দু’দেশের এই আলোচনা প্রক্রিয়াকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে
যাওয়ার কথা বলা হয়েছে যৌথ ঘোষণাপত্রে। ইসলামাবাদে দু’দিনের বৈঠকের শেষে যৌথ
সাংবাদিক সম্মেলেনও সম্পর্ক শোধরানোর লক্ষ্যে আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে
যাওয়ার
প্রতিজ্ঞা করেছেন ভারত ও পাকিস্তানের বিদেশসচিব নিরুপমা রাও ও বশির আহমেদ। |