টুকরো খবর
|
কারখানায় ডাকাতি, জখম দুই কর্মী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বারাসতের ময়নাতে একটি গাড়ি মেরামতির কারখানায় ডাকাতি করল জনা বিশেক সশস্ত্র দুষ্কৃতী। বৃহস্পতিবার গভীর রাতের ঘটনা। ডাকাতদের হাতে জখম হয়েছেন কারখানার দুই কর্মী। পুলিশ জানায়, ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে ওই কারখানা ও পার্কিং লটে হানা দেয় দুষ্কৃতীরা। কারখানার নৈশপ্রহরী মুন্না খাটুয়ার হাত-পা বেঁধে ফেলে তারা। পুলিশ সূত্রের খবর, ভিতরে ভোলা সিংহ ও প্রতাপ সিংহ নামে দুই কর্মী শুয়েছিলেন। দুষ্কৃতীরা তাঁদের বন্দুকের বাঁট দিয়ে মারধর করে আলমারির চাবি কেড়ে নেয়। আলমারি থেকে দু’লক্ষ ৭০ হাজার টাকা লুঠ করে। কারখানা সূত্রের খবর, ওই টাকা শুক্রবার কর্মীদের বেতন দেওয়ার জন্য রাখা ছিল। টাকা ছাড়াও ডাকাতেরা ৪টি মোবাইল, ১টি ক্যামেরা ও ১৫টি ব্যাটারি লুঠ করে। এ সবের মূল্য আড়াই লক্ষ টাকারও বেশি বলে কারখানা সূত্রে খবর। পুলিশ জানায়, মিনিডর জাতীয় গাড়ি নিয়ে পালায় ডাকাতেরা। পুলিশের প্রাথমিক সন্দেহ, বেতনের টাকা রাখার কথা জানা ছিল ডাকাতদের। কারখানার ঘনিষ্ঠ কেউ ষড়যন্ত্রে যুক্ত কি না দেখা হচ্ছে। আহতেরা হাসপাতালে ভর্তি।
|
পঞ্চায়েতের অফিসে হামলা শ্রমিকদের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ব্যারাকপুরের মোহনপুরে ১০০ দিনের কাজের টাকা ঠিকমতো না-পাওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে হামলা চালালেন শ্রমিকদের একাংশ। শুক্রবার দুপুরে ক্ষুব্ধ শ্রমিকেরা ওই অফিসে একটি কম্পিউটার ভাঙেন, ফোনের তার ছিঁড়ে দেন। ঘটনাস্থলে যান ব্যারাকপুর-২-এর বিডিও প্রবীর ঘোষ। শ্রমিকদের অভিযোগ, তাঁদের রোজ ১৩০ টাকা বরাদ্দ হলেও তা দেওয়া হচ্ছে না। পঞ্চায়েতে বারবার বলা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি। পঞ্চায়েত প্রধান, সিপিএমের প্রেমচাঁদ বিশ্বাস বলেন, “এ দিন আচমকাই কয়েক জন অফিসে ঢুকে টেবিল-চেয়ার তছনছ করতে শুরু করেন। আলোচনায় বসতে চাইলেও কেউ শোনেননি।” ব্যারাকপুরের মহকুমাশাসক অজয় পাল বলেন, “কাজ অনুযায়ী টাকা দেওয়া নিয়ম। যে-সব শ্রমিক কম কাজ করেছেন, তাঁদের যা প্রাপ্য, সেটাই দেওয়া হয়েছে বা বরাদ্দ হয়েছে। পঞ্চায়েতের আধিকারিক ও অভিযোগকারীদের নিয়ে বিডিও বৈঠক করবেন। সেখানেই সমস্যা মিটে যাবে।”
|
ফিরে এলেন নিঁখোজ বাকি মৎস্যজীবীরাও |
নিজস্ব সংবাদদাতা • কাকদ্বীপ |
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে বাংলাদেশে চলে যাওয়া পাঁচটি ট্রলারের ৭৯ জন মৎস্যজীবীকে শুক্রবার উদ্ধার করে আনা হয়। এ দিন সন্ধ্যায় এফ বি নারায়ণ, এফ ভি মা লক্ষ্মী, এফ ভি মা অন্নপূর্ণা এবং এফ বি শঙ্খদীপ নামে চারটি ট্রলারে করে ওই মৎস্যজীবীদের নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর ঘাটে নিয়ে আসা হয়। আর একটি ট্রলার এফ বি মা আনন্দময়ী খারাপ হয়ে যাওয়ায় সেটি আনা যায়নি বলে মৎস্য দফতর সূত্রে জানানো হয়েছে। গত সপ্তাহে সুমদ্রে মাছ ধরতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের জেরে একটি ট্রলার উল্টে মৃত্যু হয় এক মৎস্যজীবীর। অন্তত ৪০-৪৫টি ট্রলার নিখোঁজ হয়। পরে সব ট্রলার উদ্ধার করে আনা হলেও ওই পাঁচটি ট্রলারের কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে জানা যায় সেগুলি বাংলাদেশের দিকে চলে গিয়েছে। এর পরেই দু’দেশের প্রশাসনিক উদ্যোগে ট্রলারগুলি এবং মৎস্যজীবীদের ফেরানোর ব্যবস্থা হয়। কাকদ্বীপ মৎস্য উন্নয়ন সমিতির সভাপতি বিজন মাইতি জানান, উদ্ধার হওয়া মৎস্যজীবীরা সকলেই সুস্থ আছেন। এঁদের সকলেরই বাড়ি কাকদ্বীপ এলাকায়।
|
ভাঙড়ে ব্লক অফিস ঘেরাও করল পড়ুয়ারা |
নিজস্ব সংবাদদাতা • ভাঙড় |
একটি বেহাল রাস্তা সারানোর দাবিতে শুক্রবার ভাঙড়-১ ব্লক অফিস ঘেরাও করল কয়েকশো ছাত্রছাত্রী। নেতৃত্বে ছিল তৃণমূল। বিডিও পারমিতা রায়কে স্মারকলিপিও দেয় তারা। ছাত্রছাত্রীদের এই আন্দোলনের পরেই রাস্তাটির পরিস্থিতি সরেজমিন দেখতে ব্লকের ইঞ্জিনিয়ারদের পাঠান বিডিও। রাস্তাটি দ্রুত সারানোরও আশ্বাস দিয়েছেন তিনি। ভাঙড়ের ঘটকপুকুর থেকে চাঁদপুর-শ্রীরামপুর পর্যন্ত ৬ কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন ধরেই বেহাল। খানাখন্দে ভরা। বৃষ্টিতে রাস্তাটির সেই সব খানাখন্দ ডোবার চেহারা নিয়েছে। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। ওই রাস্তার উপরেই ঘটকপুকুর বয়েজ হাইস্কুল, ঘটকপুকুর কুলটি গভর্নমেন্ট বালিকা উচ্চ বিদ্যালয়-সহ মোট ৫টি স্কুল রয়েছে। এ দিন ওই সব স্কুলের ছাত্রছাত্রীরাই ব্লক অফিস ঘেরাও করে। তৃণমূলের ব্লক সভাপতি জাহাঙ্গির খান চৌধুরী বলেন, “তিন বছর ধরে রাস্তাটির সংস্কার করা হয়নি। তাই রাস্তা সারানোর দাবি জানানো হয়েছে।” বিডিও বলেন, “অবিলম্বে রাস্তাটি সারানো হবে। এ দিনই ইঞ্জিনিয়াররা রাস্তাটি পরিদর্শন করেছেন।”
|
নলকূপ অকেজো, দুর্ভোগ রোগীদের |
নিজস্ব সংবাদদাতা • কুলপি |
বেশ কিছু ধরে অকেজো হয়ে পড়ে রয়েছে স্বাস্থ্যকেন্দ্রের পানীয় জলের নলকূপ। ফলে স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগী এবং তাঁদের আত্মীয়স্বজনেরা সমস্যায় পড়েছেন। দক্ষিণ ২৪ পরগনার কুলপি ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এমনই অবস্থা চলছে। অথচ ওই স্বাস্থ্যকেন্দ্র প্রতিদিন অনন্ত ১৫০ থেকে ২০০ জন রোগী আসেন। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক দেবাশিস মাইতি জানান, নলকূপটি জেলা পরিষদ থেকে বসানো হয়েছিল। কিন্তু দিন পনেরো আগে সেটি খারাপ হয়ে যায়। তারপর থেকে সেটি আর সারানো হয়নি। তবে স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের জন্য বাইরে থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। তাঁর অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিনন ধরে কোনও ফার্মাটিস্ট নেই। নেই সুইপার। ফলে কাজ চালানোর ক্ষেত্রে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে।
কুলপির বিএমওএইচ দুলাল সর্দার বলেন, “ওই স্বাস্থ্যকেন্দ্রের পানীয় জলের নলকূপ খারাপ হয়ে যাওয়ার ব্যাপারে বা স্বাস্থ্যকর্মী না থাকার ব্যাপারে কোনও অভিযোগ পাইনি। তবে আমি এ ব্যাপারে খোঁজ নিচ্ছি। প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
|
ছাত্রীর শ্লীলতাহানি, অভিযুক্ত পলাতক |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পরই ওই যুবকটি পালিয়ে যায়। গত ১৭ জুন বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার নিত্যবেড়িয়া গ্রামে এই ঘটনা ঘটলেও কানাই পড়ুয়া নামে অভিযুক্ত যুবকটি ভয় দেখানোয় এতদিন ছাত্রীটি কোনও অভিযোগ করতে পারেনি। শুক্রবার গ্রামবাসীদের সাহায্যে থানায় অভিযোগ দায়ের করার পরে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্দেশখালির ছোট সেহেরা গ্রামের বাসিন্দা ওই ছাত্রীটি দশম শ্রেণিতে পড়ে। ঘটনার দিন দুপুরে ছাত্রীটি স্কুল ছুটির পরে বাড়ি ফিরছিল। সেই সময় রাস্তায় বিশেষ লোকজন ছিল না। নির্জনতার সুযোগ নিয়ে ওই যুবক তার মুখ চেপে ধরে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। শেষ পর্যন্ত মেয়েটির চিৎকারে রাস্তা দিয়ে যাওয়া কয়েকজন ছুটে এলে ওই যুবক পালিয়ে যায়।
|
১১টি ভুয়ো রেশন কার্ড উদ্ধার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আচমকাই হানা দিয়ে ১১টি ভুয়ো রেশন কার্ড উদ্ধার করলেন মন্ত্রী। শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার বারাসতে জেলা খাদ্য সরবরাহ দফতরে গিয়ে হাজির হন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সঙ্গে ছিলেন ভিজিল্যান্সের কর্তারা। দফতরের কাজের পরিবেশে ক্ষুব্ধ মন্ত্রী বলেন, “আবেদনকারীরা যাতে তাড়াতাড়ি রেশন কার্ড পান তা দেখতে হবে। রেশন কার্ড পাওয়ার ক্ষেত্রে কোনওরকম দালাল চক্র থাকা চলবে না। বাতিল করতে হবে যাবতীয় ভুয়ো রেশন কার্ড।” এ ব্যাপারে জেলা খাদ্য সরবরাহ নিয়ামককে নির্দেশ দেন তিনি। এদিন দফতর থেকে এগারোটি ভুয়ো রেশন কার্ড উদ্ধার হয়। এ দিন মন্ত্রীকে সামনে পেয়ে দফতরের কর্মীরাও তাঁদের নানা সমস্যার কথা জানান। তাঁরা অভিযোগ করেন, সংস্কারের অভাবে দফতরের ছাদ ভেঙে পড়ছে। প্রয়োজনীয় কর্মীরও অভাব রয়েছে। কোনও সুইপার নেই। কর্মীদের অভিযোগগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
|
বজ্রপাতে মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • স্বরূপনগর |
বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। শুক্রবার স্বরূপনগরের তেঁতুলিয়া খালপাড়ের বাসিন্দা পারুল বসু (৪০) নামে ওই মহিলা বাড়ির পাশে কাজ করছিলেন। পুলিশ জানায়, বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বসিরহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
|
|