কোহলিকে নিয়ে আসুন আমাদেরও মালিঙ্গা আছে |
|
নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলির জন্য কড়া দাওয়াই তৈরি শ্রীলঙ্কার। যার নাম লাসিথ মালিঙ্গা। সাত মাস পর ভারতের মুখোমুখি হওয়ার আগে এমনই হুঁশিয়ারি দিয়ে রাখলেন শ্রীলঙ্কার সহ-অধিনায়ক দীনেশ চান্দিমল। হুমকিটা স্পষ্ট, ভারতের কোহলি আছে তো তাঁদেরও মালিঙ্গা আছেন। কোহলিকে সামলানোর জন্য মালিঙ্গাই যথেষ্ট। |
|
অধিনায়ক বিরাটের পরীক্ষা আজ থেকে, বলছেন সৌরভ |
নিজস্ব প্রতিবেদন: টেস্ট নয়, প্রি-টেস্টও নয়। ভারত অধিনায়কত্বের মহাপরীক্ষায় বসে বাংলাদেশ ম্যাচে উপরের দু’টোর কোনওটাই ঘটেনি বলে মনে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বরং প্রাক্তন ভারত অধিনায়কের সোজাসুজি বক্তব্য, অধিনায়ক হিসেবে বিরাটের পরীক্ষা শুরু হচ্ছে আজ, শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ম্যাচে। |
|
|
ভারতের বিরুদ্ধে আকমলেই
ভরসা পাক অধিনায়কের |
দেবাশিস সেন, ঢাকা: আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পরই ভারত ম্যাচ নিয়ে ভাবা শুরু করে দিলেন মিসবা উল হক। বৃহস্পতিবার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলে দিলেন, ভারতের বিরুদ্ধে ম্যাচে নিজের টপ অর্ডারের থেকে তিনি অনেক বেশি দায়বদ্ধতা চান। চান, দলের টপ অর্ডার ভারত ম্যাচের গুরুত্বটা বুঝুক। |
|
অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে তালিম। রাইফেল হাতে মেহতাব হোসেন,
দিব্যেন্দু বড়ুয়া ও বিক্রম ঘোষ। বৃহস্পতিবার ক্যালকাটা সুইমিং ক্লাবে। ছবি: উৎপল সরকার। |
|
|
মহাজুটিদের মধ্যে এক
নম্বর রোনাল্ডো-বেলই |
|
তুলনা শুরু রিয়ালের স্বর্ণযুগের ত্রয়ীর সঙ্গে |
|
|
|
|
ডার্বি ম্যাচের আগে ওডাফা
যেন ‘অন্য গ্রহ’র মানুষ |
|
বিধ্বংসী পেসাররাই জেতালেন বাংলাকে |
|
টুকরো খবর |
|
অ্যান্টিগায় নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে, নিজের মূর্তির সামনে ভিভিয়ান রিচার্ডস।
শুক্রবার এখানেই শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজ। ছবি: টুইটার। |
|
|