১ বাগ্ধারায় কোনও রকমে কালক্ষেপ।
৫ বাঁশ, কুল।
৮ নির্দোষ, কলঙ্কশূন্য।
৯ কোনও বিবেচনা ছাড়াই যে অন্যের বিরুদ্ধে লাগানি-ভাঙানি শোনে।
১০ ‘আলো—ধোওয়া আমার,
আলো হৃদয় হরা’।
১১ (আল.) গুণবতী ও নম্রা নারী।
১৩ তীব্র শব্দে প্রায় বধির হয়ে গেছে যা।
১৪ আঙুল নেড়ে ইশারা।
১৬ ‘হাটের ধুলা সয় না যে আর,
—করে প্রাণ’।
১৮ দৃঢ়প্রতিজ্ঞ।
২০ যে-ঘরে শবব্যবচ্ছেদ হয়।
২১ পর্বতারোহণে দক্ষ
নেপালি বা তিব্বতি এক সম্প্রদায়।
২২ টানা টানা চোখবিশিষ্ট।
২৪ মুক্তিদায়িনী, দুর্গাদেবী।
২৫ যার কৌলিন্য বা কুলধর্ম লঙ্ঘিত হয়নি।
২৯ শ্বাস গ্রহণ ও ত্যাগ।
৩১ ভাগ্যের অনুকূলতা।
৩২ বিশেষ ভাবে সজ্জিত।
৩৩ ‘সন্ধ্যাবেলার চামেলি গো,
সকাল বেলার—’।
৩৪ বিরহে বা ছাড়াছাড়ি হওয়ায় ব্যাকুল। |
|
২ সমুদ্র, উলূপী-গর্ভজাত অর্জুনপুত্র।
৩ এ ভাবেও নিজের ভুলের
প্রায়শ্চিত্ত করে অনেকে।
৪ মনে কোনও স্থায়ী ভাবের সৃষ্টি।
৫ পরস্পর বিনিময়।
৬ ‘অসীম আকাশ নীল—
তোমার কিরণে সদা ঢলঢল’।
৭ চিরুনি।
৮ দেহহীন, কামদেব।
১২ জলের সঙ্গে পিষ্ট লঙ্কা।
১৩ একেবারে নির্মূল করে।
১৪ করার অযোগ্য।
১৫ মাঞ্জা-দেওয়া রেশমি সুতো।
১৭ রণমত্তা।
১৯ মহাভারতে পাণ্ডুর পাঁচ পুত্র একত্রে।
২৩ মেরুদণ্ডী প্রাণীর রক্ত যার
উপস্থিতিতে লালবর্ণ ধারণ করে।
২৪ ঈশ্বর নেই—এই দার্শনিক মত।
২৫ স্বপ্নের ঘোরে আচ্ছন্ন।
২৬ সংকুচিত, দ্বিধাগ্রস্ত।
২৭ শ্রেষ্ঠ মানব, নারায়ণ।
২৮ আরবির স্থগিত।
৩০ ননি, মাখন। |