|
|
|
|
অধিনায়ক বিরাটের পরীক্ষা আজ থেকে, বলছেন সৌরভ
নিজস্ব প্রতিবেদন |
টেস্ট নয়, প্রি-টেস্টও নয়। ভারত অধিনায়কত্বের মহাপরীক্ষায় বসে বাংলাদেশ ম্যাচে উপরের দু’টোর কোনওটাই ঘটেনি বলে মনে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বরং প্রাক্তন ভারত অধিনায়কের সোজাসুজি বক্তব্য, অধিনায়ক হিসেবে বিরাটের পরীক্ষা শুরু হচ্ছে আজ, শুক্রবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপ ম্যাচে। “অধিনায়ক হিসেবে বিরাট সবে শুরু করেছে। ব্যাটসম্যান বিরাটকে নিয়ে কোনও কথা হবে না। শেষ তিন-চার বছরে ভারতীয় টিমের ও-ই শ্রেষ্ঠ ব্যাটসম্যান। শুধু ভারতীয় টিম কেন, আমি বলব এই মুহূর্তে ওয়ান ডে-তে বিশ্বের শ্রেষ্ঠ ব্যাটসম্যানের নাম বিরাট কোহলি। কিন্তু অধিনায়ক হিসেবে ওকে নিয়ে কিছু বলার সময় এখনও আসেনি,” বৃহস্পতিবার সন্ধেয় এবিপি আনন্দ-র এক অনুষ্ঠানে বলে দেন সৌরভ। সঙ্গে তাঁর ব্যাখ্যা, “ও অধিনায়ক হিসেবে যা জিতেছে, সেগুলো অধিকাংশ জিম্বাবোয়ে আর বাংলাদেশের বিরুদ্ধে। ব্যাটিংয়ের মতো অধিনায়কত্বেও বিরাট ভবিষ্যতে অসাধারণ হতে পারে। এশিয়া কাপটা শেষ হলে আমরা আন্দাজ পাব ও ক্যাপ্টেন হিসেবে কেমন। ক্যাপ্টেন হিসেবে ওর পরীক্ষা আজ থেকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কা বা পাকিস্তানের সঙ্গে ও কেমন করে, তা থেকে কিছুটা বোঝা যাবে ও কেমন ক্যাপ্টেন।”
কিন্তু অনেকেরই মনে হচ্ছে ক্যাপ্টেন কোহলির মধ্যে ক্যাপ্টেন গাঙ্গুলির আগ্রাসী মনোভাবের ছায়া দেখা যাচ্ছে। আপনি নিজে মনে করেন সেটা? “আমার পক্ষে এটা বলা মুশকিল। ঠিকও হবে না। অধিনায়ক বিরাট কেমন, বা ওর নেতৃত্বের পদ্ধতিটা কী বুঝতে গেলে একটু সময় দিতে হবে। আগে বড় বড় টিমের বিরুদ্ধে অধিনায়কত্ব করুক। চাপটা নিক। ভারতবর্ষের বাইরে টিমকে লিড করুক। তার পর বোঝা যাবে ও ধোনি, গাঙ্গুলি, নাসের হুসেন নাকি গ্রেম স্মিথ?”
অধিনায়ক বিরাট কেমন করবেন, তা নিয়ে এখনই মন্তব্য না করতে চাইলেও ব্যাটসম্যান বিরাটকে নিয়ে আপ্লুত সৌরভ। বলে দিচ্ছেন, “গত চার বছর ধরেই দেখছি ও অসাধারণ ব্যাটিং করে চলেছে। টেস্ট হোক বা ওয়ান ডে, ক্রিকেটের দু’টো ফর্ম্যাটেই বিরাট এখন ম্যাচ উইনার। এশিয়া কাপে বাংলাদেশ ম্যাচ কেন, বিশ্বের সমস্ত শক্তিশালী টিমের বিরুদ্ধেই বড় রান করে দেখিয়েছে বিরাট। গত কালও যখন নামল, একটা উইকেট পড়ে গেলে ভারত চাপে পড়ে যেতে পারত। কিন্তু সেখানে ও শুরুতে সেটল্ করল। আর একবার শিশির পড়া শুরু করতেই ম্যাচটা প্রতিপক্ষের হাত থেকে নিয়ে চলে গেল।’’
তবে সৌরভ মনে করেন, বিশ্বকাপের কথা ভেবে প্রস্তুত হতে গেলে ওয়ান ডে টিমে এখনই পূজারাকে দরকার। বলে দিচ্ছেন, “এশিয়া কাপে পূজারাকে খেলানো উচিত। ভারতের ব্যাটিংকে আমি কখনও বাংলাদেশ, শ্রীলঙ্কা বা পাকিস্তানের মাটিতে কেমন করল, তা দিয়ে বিচার করি না। বাংলাদেশ বা শ্রীলঙ্কার মাটিতে রান করা অবশ্যই কৃতিত্বের। কিন্তু তাতে দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ডে রান করার কোনও সম্পর্ক নেই। ভারত এর পর বিশ্বকাপ খেলবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সিরিজ আছে। সেগুলো ভেবে পূজারাকে এখন থেকেই খেলিয়ে তৈরি করা উচিত।” পাশাপাশি সৌরভ মনে করেন, এশিয়া কাপের প্রথম যুদ্ধে বাংলাদেশকে হারালেও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাতে খুব বেশি লাভ হবে বলে। বলছেন, “ব্যাপারটা ছিল টেস্ট সিরিজের আগে ওয়ার্ম আপ ম্যাচের মতো। যদিও মনে করি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ফর্ম এখন অনেক ভাল। সাম্প্রতিক রেকর্ডও ভাল শ্রীলঙ্কার বিরুদ্ধে। দু’টো টিমেরই ব্যাটিং খুব শক্তিশালী। এটা ঠিক যে ওদের মালিঙ্গা আছে। কিন্তু গত তিন-চার বছরে যদি বিশ্বে কেউ মালিঙ্গাকে সবচেয়ে ভাল সামলে থাকে, তা হলে সেটা বিরাট কোহলি।” |
|
|
|
|
|