কোহলি বনাম মালিঙ্গার লড়াইয়ে এখন পর্যন্ত কিন্তু ভারতীয় তারকারই বেশির ভাগ ক্ষেত্রে জয় হয়েছে। তা সে হোবার্টেই হোক, বা ভারতীয় উপমহাদেশে। হোবার্টের সেই ১৩৩-এর অপরাজিত ইনিংসে মালিঙ্গার ১৫ বলে ৪৪ রান তুলেছিলেন কোহলি। মেরেছিলেন আটটা বাউন্ডারি। এ বার বদলার আশায় শ্রীলঙ্কা শিবির।
কোহলি প্রসঙ্গ উঠতে চান্দিমলের মন্তব্য, “সবাই জানি ও খুব ভাল ব্যাটসম্যান। কিন্তু আমি তো বললামই যে, ওর জন্য আমাদের কিছু গেমপ্ল্যান আছে। কাল দেখতে পাবেন। ওরা রান তাড়া করতে ওস্তাদ ঠিকই, কিন্তু আমাদেরও বোলিং আক্রমণ বেশ ভাল। ভারতের জন্য আমাদের কিছু লুকনো তাস রয়েছে। কাল সেগুলো ফেলব।” আগের দিন ম্যাচের পর শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথেউজও মালিঙ্গা সম্পর্কে বলেছিলেন, “চাপের মুখে আমরা ওর দিকেই তাকিয়ে থাকি। মালিঙ্গার হাতে বল তুলে দিই। ও-ই আমাদের সেরা বোলার। মালিঙ্গা জানে, ওকে কখন কী করতে হবে।” |
ওয়ান ডে-তে কোহলির সামনে মালিঙ্গা |
মুখোমুখি: ১৫ বার
বল: ১৬৮
রান: ১৭০
সর্বোচ্চ: ১৫ বলে ৪৪ (২৮ ফেব্রুয়ারি , ২০১২, হোবার্ট)
স্ট্রাইক রেট: ১০১.১৯
বাউন্ডারি: ২৪
ওভার বাউন্ডারি: ১
আউট: ১ বার (ক্যাচ) |
|
আজ টিভিতে এশিয়া কাপ
ভারত-শ্রীলঙ্কা, দুপুর ১-৩০ (ফাতুল্লাহ্)
সরাসরি স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও ডিডি ন্যাশনালে |