|
|
|
|
ভারতের বিরুদ্ধে আকমলেই ভরসা পাক অধিনায়কের
দেবাশিস সেন • ঢাকা |
আফগানিস্তানের বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পরই ভারত ম্যাচ নিয়ে ভাবা শুরু করে দিলেন মিসবা উল হক। বৃহস্পতিবার ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলে দিলেন, ভারতের বিরুদ্ধে ম্যাচে নিজের টপ অর্ডারের থেকে তিনি অনেক বেশি দায়বদ্ধতা চান। চান, দলের টপ অর্ডার ভারত ম্যাচের গুরুত্বটা বুঝুক। প্রথম পাঁচ জনের মধ্যে অন্তত তিন জন দায়িত্বটা নিক। “আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে টুর্নামেন্টের প্রথম ম্যাচটা হেরে যাওয়ার পর। এই ম্যাচেও আমাদের ব্যাটিংকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। সেখানে শেষ পর্যন্ত বোনাস নিয়ে জিততে পারলাম। এটা এক দিক থেকে ভাল যে, কঠিন একটা ম্যাচ জিতে উঠে আমরা ইন্ডিয়া ম্যাচ খেলতে নামছি,” ম্যাচের পর বলে দেন মিসবা। এ দিন প্রথমে ব্যাট করে উমর আকমলের (১০২ ন.আ.) সৌজন্যে ২৪৮-৮ তুলে ৭২ রানে ম্যাচ জেতে পাকিস্তান। মিসবা আরও যোগ করেন, “আশা করব, ভারত ম্যাচের গুরুত্বটা টিমের ব্যাটসম্যানরা বুঝবে। ভারত ম্যাচ যে কী, সেটা দর্শকরা যেমন জানে, তেমন ক্রিকেটাররাও জানে। দু’দেশের ক্রিকেটাররা মরিয়া হয়ে থাকে এই ম্যাচটা জেতার জন্য।”
ভারত ম্যাচে ব্যাটিং অর্ডার পাল্টানোর কথা ভাবছেন না মিসবা। বরং বললেন, “আমি চাইব, প্রথম পাঁচ জনের মধ্যে তিন জন ইন্ডিয়ার বিরুদ্ধে রান করুক।” সঙ্গে সংযোজন, “তবে এখনই আস্থা হারাতে রাজি নই। কারণ এই একই ব্যাটিং লাইন আপ আগেও বড় রান করেছিল।”
পাশাপাশি এশিয়া কাপে আপাতত পাকিস্তানের ব্যাটিং নায়ক উমর আকমলকেও সার্টিফিকেট দিচ্ছেন মিসবা। উমর বরাবরের আন্ডাররেটেড ক্রিকেটার কি না জিজ্ঞেস করা হলে মিসবার উত্তর, “মনে করি না। তবে ও এখন যা খেলছে, তার চেয়ে অনেক ভাল খেলতে পারে। আমি চাইব ও আরও বেশি ম্যাচ ফিনিশ করে আসুক। ভারতের বিরুদ্ধেও এই ব্যাটিং ফর্ম দেখাক।” |
|
|
|
|
|