উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
দীপাবলির আগেই
রাতেই মণ্ডপে ঢল
নামল মানুষের |
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট ও বনগাঁ: কেবল বারাসাত ও মধ্যমগ্রাম নয়, উত্তর ২৪ পরগনার গ্রামীণ এলাকাতেও বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে বড় বাজেটের পুজো। এবছরও তার ব্যতিক্রম নয়। কোথাও বৌদ্ধ মন্দির, কোথাও বুড়িশোলের জঙ্গল আবার কোথাও অমৃতসরের স্বর্ণমন্দির। কালীপুজো উপলক্ষে সেজে উঠেছে গোটা জেলা। বস্তুত পুজোর আগের রাত থেকেই রাস্তায় নেমে পড়েছেন মানুষ। |
|
অরুণাক্ষ ভট্টাচার্য, কলকাতা: পুলিশের প্রতি আস্থা ফিরছে। অন্তত হাবরার মানুষের কাছে তো বটেই। পুলিশ কর্তাকে মঞ্চে ডেকে সংবর্ধনাও জানাচ্ছেন তাঁরা।
উত্তর ২৪ পরগনার এই এলাকার মানুষ জানাচ্ছেন, গত সাত মাস ধরে বেআইনি মদ-সাট্টা-গাঁজা বিক্রি বন্ধ। মাতালদের দাপটও বিরল। পরিবেশ বদলে যাওয়ার কৃতিত্বটুকু পুলিশকে দিতে কুন্ঠা নেই তাঁদের। |
ভরসা ফিরছে,
পুলিশকে
সংবর্ধনা হাবরায় |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
ট্রাক ছিনতাইয়ের
এক মাস পরে ধৃত
মূল অভিযুক্ত |
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: এক সংস্থার লোহার রড বোঝাই ট্রাক-সহ রাতারাতি উধাও হয়ে গিয়েছিলেন ট্রাকের চালক, খালাসি এবং সংস্থারই এক কর্মী।
তদন্তে নেমে মাসখানেক পর ট্রাকচালক ভিকি সিংহ ও খালাসিকে রোশন মাহাতোকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময়ে দু’জনেই স্বীকার করেছে যে তাঁরাই ওই সংস্থার কর্মী গণেশ চক্রবর্তীকে গলা কেটে খুন করে রড সমেত ট্রাক বর্ধমানের পানাগড়ে বিক্রি করেছে। |
|
তাপস ঘোষ, কলকাতা: উত্তর ২৪ পরগনার কালীপুজোর সঙ্গে পাল্লা দিয়ে থিমের পুজোয় মেতেছে হুগলির পাণ্ডুয়া।
জি টি রোডের নিরুলা থেকে সিমলাগড় কালীবাড়ি পর্যন্ত ৭ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দু’ধারে চোখধাঁধানো মণ্ডপ এবং রাস্তার উপরে মনমাতানো আলোকসজ্জা চোখে পড়বে। পাণ্ডুয়ায় মোট ১২৫টি কালীপুজো হয়। তার মধ্যে কেন্দ্রীয় কমিটির আওতাভুক্ত ৪০টি পুজো। |
থিমের ঘনঘটায় উৎসবে
গা ভাসাবেন পাণ্ডুয়ার মানুষ |
|
বেআইনি ভাবে আলু
বিক্রি, ধৃত হিমঘর মালিক |
|
টুকরো খবর |
|
|
চিত্র সংবাদ |
|
|