|
|
|
|
দীপাবলির আগেই রাতেই মণ্ডপে ঢল নামল মানুষের |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট ও বনগাঁ |
কেবল বারাসাত ও মধ্যমগ্রাম নয়, উত্তর ২৪ পরগনার গ্রামীণ এলাকাতেও বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে বড় বাজেটের পুজো। এবছরও তার ব্যতিক্রম নয়। কোথাও বৌদ্ধ মন্দির, কোথাও বুড়িশোলের জঙ্গল আবার কোথাও অমৃতসরের স্বর্ণমন্দির। কালীপুজো উপলক্ষে সেজে উঠেছে গোটা জেলা। বস্তুত পুজোর আগের রাত থেকেই রাস্তায় নেমে পড়েছেন মানুষ।
অশোকনগরের প্রান্তিক ক্লাবের মণ্ডপ শ্রীলঙ্কার বৌদ্ধ মন্দিরের আদলে। ১৪ ফুট উঁচু কালীর পাশে বিষ্ণু, মহেশ্বরের মূর্তি। কচুয়া মেঘদূত সংঘের থিম রামায়ণ। রামের বনবাস থেকে শুরু করে লব-কুশ সবই দেখা যাবে এই পুজোয়। কিশোর সঙ্ঘের থিম বুড়িশোলের জঙ্গল। দেখা যাবে কিষেণজির মৃত্যুর ঘটনা। লেকপার্ক সুভাষ সঙ্ঘের থিম আলিবাবা চল্লিশ চোর। সংঘশ্রী ক্লাব তৈরি করেছে কাশ্মীরের বৈষ্ণবদেবীর মণ্ডপ। এই মণ্ডপের উচ্চতা ১৪০ ফুট। নবীন সংঘের থিম জঙ্গলমহলের লালগড়। ৮ নম্বর সর্বজনীন শ্যামাপুজো কমিটির মণ্ডপ তৈরি হয়েছে মণিপুরের নাটমন্দিরের আদলে।
বাগদার হেলেঞ্চায় দীর্ঘদিন ধরেই বড় বাজেটের কালীপুজো হচ্ছে। হেলেঞ্চা স্পোটিং ক্লাবের মণ্ডপ নাটমন্দিরের আদলে। সবুজ সঙ্ঘের মণ্ডপ মন্দিরের আদলে। ২ নম্বর যোগেন্দ্র স্মৃতি সঙ্ঘ তৈরি করেছে স্বর্ণমন্দির। দক্ষিণ হেলেঞ্চা নব উজ্জ্বল সঙ্ঘ তৈরি করেছে কর্নাটকের মন্দির। বেচেডাঙা আপনজন ক্লাবের মণ্ডপ গ্যাংটকের বৌদ্ধ মন্দিরের অনুকরণে। নেতাজি স্পোটিং ক্লাবের পুজোয় প্রতিমা কৃষ্ণনগরের। উচ্চতা ১৬ ফুট। নবারুণ সঙ্ঘের থিম বিবেকানন্দ। গাইঘাটার পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য চৌরঙ্গী ক্লাব, গৌরবোজ্জ্বল সঙ্ঘ,অভয় লায়ন্স ক্লাব, সেকাটি এগিয়ে চলো নবীন সঙ্ঘ, দেবীপুর নবীন স্বামীজি সঙ্ঘ, দিগন্ত সঙ্ঘ। এছাড়াও রয়েছে ফ্রেণ্ডস মিউজিক্যাল গ্রুপ, প্রগতিশীল যুব সঙ্ঘ, মহিষাকাঠি মিলন সঙ্ঘ। বনগাঁর পুজোগুলির মধ্যে উল্লেখযোগ্য বাবুপাড়া নবারুণ সঙ্ঘ, হিন্দু মহাসভা, সুভাষনগর ইলেভেন স্টার, বোচাডাঙা নেতাজি সঙ্ঘ। হিন্দু মহাসভার প্রতিমার উচ্চতা সাড়ে নয় ফুট। হাবরার উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে রয়েছে আমরা সবাই ক্লাব। মণ্ডপ পিরামিডের আদলে। শ্রীপুর ভারতীয় সঙ্ঘ, মছনন্দপুর অগ্নিবীণা,জাগরণ সঙ্ঘ, জনতা ক্লাব, নেতাজি ক্লাব, শ্রীপুর ইষ্ট বেঙ্গল বয়েজ ক্লাব, হাবরা ন্যাশনাল ইউনাইটেড ক্লাব ও শ্রীপুর স্পোটিং ক্লাবের পুজো নজর কাড়বে।
পিছিয়ে নেই আর এক মহকুমা বসিরহাটও। বিদ্যুতের ঝলকানি আর ঘন ঘন বজ্রপাতের মধ্যে তারাদের ছোটাছুটি। পাশপাশি বরফের মাঝে জীবন্ত দেবদেবীর বিচরণ। হাসনাবাদের ‘লস্করনগর চৌরঙ্গী মোড় ব্যবসায়ী সমিতি’র কালীপুজোয় এ বার থিম ‘হাতের মুঠোয় স্বর্গ’। ‘গণতান্ত্রিক প্রতিবাদী কমিটি’র পুজোয় এ বার উদ্যোক্তারা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। ‘ইছামতী সঙ্ঘ’ এ বার পুজোয় মডেলের সাহায্যে তুলে ধরেছে নারী নির্যাতনের ঘটনা। অন্য কয়েকটি উল্লেখযোগ্য পুজোর মধ্যে রয়েছে প্রগতি সঙ্ঘ, টাকির চৌরঙ্গী ক্যারম ঘর’। ফ্লেক্সের কারুকাজের মণ্ডপ তৈরি করেছে ‘হাসনাবাদ বাসস্ট্যান্ড বাজার কমিটি’। বসিরহাটের নবারুণ সঙ্ঘ চোখ টানবে চন্দননগরের আলোয়। আলোয় পিছিয়ে নেই ‘ফ্রেন্ডস ক্লাব’ও। ৯০ ফুট উঁচু মণ্ডপ নিয়ে দর্শক টানার অপেক্ষায় ‘গুঞ্জন’। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ‘ইয়ুথ রিক্রিয়েশন সেন্টার’। এ ছাড়া সুন্দর মণ্ডপে নজর টানবে নিউ বালক সঙ্ঘ, শতদল সঙ্ঘ। |
|
|
|
|
|