টুকরো খবর
বাংলা মদে ‘বিষক্রিয়া’, ৩ জনের মৃত্যু
বিষক্রিয়ায় মৃত্যু হল তিন জনের। আশঙ্কাজনক অবস্থায় ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার পাণ্ডুয়ার পায়রা গ্রামের ওই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, বাংলা মদে বিষক্রিয়ায় গ্রামবাসীদের মৃত্যু ঘটে থাকতে পারে। দেহগুলি পাঠানো হয়েছে ময়না-তদন্তে। অসুস্থদের প্রস্রাব পরীক্ষা হচ্ছে। এ সব রিপোর্টের ভিত্তিতেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা। বেআইনি ভাবে মদ বিক্রির অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী। উদ্ধার হয়েছে বেআইনি কিছু বিলিতি ও বাংলা মদের বোতল। সেগুলিরও নমুনা পরীক্ষা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পাণ্ডুয়ার হড়াল-দাসপুর পঞ্চায়েতের পায়রা গ্রামে কয়েক জন পিকনিক করেন। বাংলা মদ খাওয়া হয়। রাতেই বমি এবং পায়খানা শুরু হয় কয়েক জনের। সোমবার সকাল থেকে অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়। পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে মৃত্যু হয় বসু পাত্র (৪০)। পরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মারা যান প্রবীর মালিক (২০) এবং হরিপদ মণ্ডল (৪০)। পুলিশ জানায়, লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকে মদ কেনা হয়নি। পায়রা গ্রামে শ্যামাপদ ঘোষ ও তাঁর ছেলে বিজয় বেআইনি মদের কারবারে যুক্ত। তাঁদের থেকেই কেনা হয় বাংলার বোতল। তাতে কিছু মেশানো হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। গ্রেফতার হয়েছে বাবা-ছেলে।

কালীপুজোয় মাতে পাতিহাল
দুর্গাপুজো নয়, কালীপুজোতেই মাতে পাতিহাল পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম। শতাধিক পুজো হয়। তার মধ্যে অন্তত ২০টি পুজো বড় বাজেটের। নিজবালিয়া গ্রামের শতদল ক্লাবের সর্বজনীন কালীপুজোর মণ্ডপ কর্ণাটকের একটি মন্দিরের আদলে। নিজবালিয়া ভাই ভাই সঙ্ঘের সার্বজনীন কালীপুজোর থিম ঠাকুরদালান। এই পুজোর প্রতিমা শান্তিকালীর আদলে। গড়বালিয়া মহাপ্রভুতলার সোনালী শিবির সার্বজনীন কালীপুজোয় মণ্ডপ জয়পুরের বিড়লা মন্দিরের অনুকরণে। গড়বালিয়া ক্রিকেট ক্লাব সর্বজনীনের কালীপুজো এ বারে পড়ল ৩২ বছরে। মণ্ডপের থিম ফলের ঝুড়ির আদলে। একটি পুকুরের মাঝখানে রয়েছে ২৫-২৬ ফুটের একটি ঝুড়ি। তার মধ্যে ১০-১৫ ফুটের নানান ফল। গড়বালিয়া নবপ্রভাত সঙ্ঘের থিম ওড়িশার কোণার্ক মন্দির। ৪০ বছরে পড়ল নিজবালিয়া সূর্যোদয় সঙ্ঘের পুজো। জগৎবল্লভপুরেরই ইসলামপুর প্রভাত সঙ্ঘের কালীপুজোর মণ্ডপ আকর্ষণীয়। বাগনানের ইউথ ক্লাব, অগ্রদূত ক্লাব, নবাসন শিশুসঙ্ঘ, বাঁটুল নবীন সঙ্ঘ, উলুবেড়িয়ার খলিসানি নেতাজী সংগ্রামী সঙ্ঘ, শিশু সঙ্ঘের থিম বাবুরাম সাপুড়ে, নবীন সঙ্ঘের থিম সংসদভবন, নেতাজী সংগ্রামী সঙ্ঘের থিম তিব্বতের বৌদ্ধ মন্দির। বাণীতবলা সবুজ সঙ্ঘের থিমে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ স্পষ্ট।

গয়নার দোকানে চুরি চণ্ডীতলায়
শাটারের তালা খুলে সিন্দুক ভেঙে গয়না এবং নগদ টাকা হাতিয়ে নিল চোরেরা। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে হুগলির চণ্ডীতলা থানার গঙ্গাধরপুর বাজারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে বাড়ির লাগোয়া ওই দোকান খুলতে এসে মালিক বিশ্বজিৎ ধাড়া দেখেন, শাটারের তালা খোলা। ভিতরে সিন্দুক ভাঙা। তাঁর অভিযোগ, সিন্দুক থেকে ভরি দু’য়েক সোনার গয়না এবং নগদ বেশ কয়েক হাজার টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। শোকেস থেকে রূপোর কিছু গয়নাও হাতিয়ে নেয় তারা। খবর পেয়ে পুলিশ তদন্তে আসে। তবে, রাত পর্যন্ত কেউ ধরা পড়েনি।

শিশুর মৃত্যু
গরম জলের গামলায় পড়ে মৃত্যু হল একটি শিশুর। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের যাদববাটিতে। পুলিশ জানায়, বছর তিনেকের শিশুটির নাম সুদীপ চোঙদার। তার দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.