জমিহারাদের চাকরির ঘোষণা করলেন মন্ত্রী |
সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের জমিহারা সমস্ত পরিবারকে চাকরি দেওয়ার সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মন্ত্রী সুব্রত সাহা। সোমবার সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পরে সুব্রতবাবু বলেন, “২০১৫-র ২২ ফেব্রুয়ারির মধ্যে তৃতীয় ইউনিট ও ২২ মে’র মধ্যে চতুর্থ ইউনিট তৈরির লক্ষ্যমাত্রা থাকলেও তা ছ’মাস এগোনোর কথা বলা হয়েছে। রাজ্য সরকার চায় এর মধ্যেই জমিহারা পরিবারের এক জন করে সদস্যকে চাকরি দিতে। সেই মতো তালিকা তৈরি করতে বলা হয়েছে প্রশাসনকে।” পিডিসিএল-এর জেনারেল ম্যানেজার শ্যামল মজুমদার বলেন, “৫০০ মেগাওয়াটের দু’টি ইউনিটের কাজ ছ’মাস এগোনো সম্ভব নয়। বড়জোর তিন মাস এগোনো যায়। পিডিসিএলের নিরাপত্তার জন্য পুলিশের সাহায্যও জরুরি।”
|
উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে বাংলাদেশি বালিকাকে ধর্ষণের ঘটনায় পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। তবে মূল অভিযুক্তেরা এখনও পলাতক। ধৃতদের নাম অসীম মণ্ডল ও কানাই মণ্ডল। তাদের বিরুদ্ধে দুষ্কৃতীদের সাহায্য করার অভিযোগ রয়েছে। সোমবার গাবর্ডা গ্রাম থেকে তাদের ধরা হয়। এ দিন দুপুরে ধর্ষিতা ওই বালিকাকে এসিজেএমের আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিচারক তার জবানবন্দি নেন। পরে তাকে লিলুয়া হোমে পাঠানো হয়।
|
সম্পত্তি নিয়ে খুন বাগদায় |
সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের এক প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল বাগদায়। সোমবার বাগদার নেতাজি পল্লিতে ওই খুনের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে নিহতের নাম সুকুমার মিস্ত্রি (৫৫)। তাঁকে কুড়ুল ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ওই ঘটনায় দুই মহিলা-সহ জখম ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তিনজনকে আটক করেছে।
|
কালীপুজোয় ইভটিজিং রুখতে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের দাওয়াই, দর্শনার্থীদের ভিড়ে মিশে থাকবেন সাদা পোশাকের কমবয়সী মহিলা পুলিশ কর্মীরা। বেয়াড়াপনা দেখলেই তাঁরা ব্যবস্থা নেবেন। শ্রীঘর থেকে ছাড়া মিলবে পুজোর পরেই। সোমবার এ কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার সুগত সেন। তিনি আরও বলেন, “মহিলা পুলিশ ছাড়াও বিভিন্ন পুজো মণ্ডপ ও রাস্তায় ছড়িয়ে থাকবে সাদা পোশাকের পুলিশ। উঁচু টাওয়ার থেকেও চলবে নজরদারি।” প্রত্যেকটি পুজো মণ্ডপের বিভিন্ন দিকে থাকছে গোপন ক্যামেরা। |