বর্ধমান |
প্রতিবন্ধীর দিশারি দুই দৃষ্টিহীন |
|
কেদারনাথ ভট্টাচার্য, পূর্বস্থলী: নাদনঘাট বাজারে গান গাইছেন সুরজিৎ ও সবিতা। পাশে বসে আমিনা। দু’চোখে আলো নেই। তবু বাইরে তাকানোর অন্তরটুকু আছে। পড়াশোনা করতে না পারার যন্ত্রণা আর অনটনের কষ্টও ওঁদের খুব চেনা। তাই সম্পূর্ণ অচেনা এক প্রতিবন্ধী তরুণীর পড়াশোনা স্রেফ অভাবের তাড়নায় বন্ধ হয়ে গিয়েছে জানার পরে আর বসে থাকতে পারেননি দৃষ্টিহীন দুই যুবক-যুবতী সুরজিৎ ও সবিতা। হাটে-বাজারে গান শুনিয়ে টাকা তুলতে নেমেছেন। |
|
চালকলে ন্যূনতম মজুরির দাবি |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: চালকল মালিকেরা তাঁদের দাবি-দাওয়া মানছেন না, এমনই অভিযোগ তুলল সিটু অনুমোদিত ‘বর্ধমান জেলা রাইসমিল ওয়ার্কাস ইউনিয়ন’। নিজেদের দাবির কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্রও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি তড়িৎ ঘোষ। তড়িৎবাবুর অভিযোগ, জেলার ৪৩০টি চালকলে প্রায় ৪০ হাজার শ্রমিক কাজ করেন। কিন্তু সরকার ঘোষিত ন্যূনতম ১৭১ টাকা মজুরি পাচ্ছেন না তাঁরা। |
|
|
|
গলার নলি
কেটে খুনের
চেষ্টা মন্তেশ্বরে |
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
কয়লা পাচার
নিয়ে চাপানউতোর |
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া: কয়লা পাচারকে কেন্দ্র করে জামুড়িয়ার মদনতোড়ে দ্বন্দ্বে জড়াল তৃণমূলের স্থানীয় দু’টি গোষ্ঠী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সত্তর ও প্রেমবাজারের মাঝামাঝি এলাকায় ‘ন্যাচারাল কোল’ নিয়ে যাওয়া তিনটি ভ্যান আটকান এলাকার কিছু লোকজন। তা নিয়েই গোলমালের সূত্রপাত।
স্থানীয় তৃণমূল নেতা কাজল মাঝি জানান, দীর্ঘ দিনের দাবি মেনে পঞ্চায়েত নতুন করে রাস্তা তৈরি করেছে। |
|
সভামঞ্চে ‘হামলা’, সংঘর্ষ দুই সংগঠনে |
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: পরিবহণ শ্রমিকদের একটি সভা করাকে কেন্দ্র করে রবিবার আসানসোলে আইএনটিইউসি ও আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দু’পক্ষই আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছে। আইএনটিটিইউসি-র দাবি, এই ঘটনায় তাদের চার জন সদস্য ঘায়েল হয়েছেন। উল্টো দিকে, আইএনটিটিইউসি-র দাবি, তাদের তিন জন আহত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
|
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|