টুকরো খবর |
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একটি হোটেল থেকে আগ্নেয়াস্ত্র-সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করল কুলটি থানার পুলিশ। রবিবার দুপুরে বরাকরে ঘটনাটি ঘটেছে। আসানসোল-দুর্গাপুরের এডিসিপি (পশ্চিম) সুব্রত গঙ্গোপাধ্যায় জানান, কুলটির বাসিন্দা রাজ শর্মা, প্রদীপ খাঁড়ার এবং জামতাড়ার বাসিন্দা সঞ্জয় সাউ ও শশী বর্মা নামে এই চার দুষ্কৃতীর কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল ও তিনটি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, ২১ অগস্ট কুলটির বরিরা কবরস্থানের কাছে এক মোটর-বাইক আরোহীকে গুলি করে ছিনতাই করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বরাকর-সংলগ্ন এলাকায় অপরাধের উদ্দেশ্যে এরা এ দিন দুপুরে জড়ো হয়েছিল বলে পুলিশের অনুমান।
অন্য দিকে, এ দিন সাঁকতোড়িয়ার হোসেনিয়া মোড় থেকে মুর্শিদাবাদের বাসিন্দা দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাদের নাম সাবা করিম, তপন দাস। এদের কাছ থেকে বেশ কিছু নেশার দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে।
|
লরির ধাক্কায় মৃত্যু, অবরোধ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তি। শনিবার সকালে বাঁকুড়া মোড়ে ডিভিসি ক্যানালের সেতুতে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, মৃতের নাম মঙ্গল হালদার (৪২)। বাড়ি শ্যামপুরের পল্লিশ্রী মানায়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃত্যু হয় তাঁর। ঘটনায় জখম এক সাইকেল আরোহীকে প্রথমে মহকুমা হাসপাতাল ও পরে ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার জেরে রাস্তা সারাইয়ের দাবিতে রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সকাল সাড়ে ৭টা নাগাদ সেতুর উপর দিয়ে সাইকেল-ভ্যান চালিয়ে যাচ্ছিলেন মঙ্গলবাবু। দ্রুত গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে। পরে ধাক্কা মারে মঙ্গলবাবুর ভ্যানে।
|
খনিতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বিধি না মেনে এক সঙ্গে গ্যাস ও ইলেকট্রিক ওয়েলডিং মেশিন ভূগর্ভে নামানোর অভিযোগে উৎপাদন বন্ধ রেখে আইএনটিইউসির নেতৃত্বে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। রানিগঞ্জের নিমচা ৪ নম্বর খনির ঘটনা। ওই সংগঠনের শাখা সম্পাদক রুস্তম সিংহ জানান, ভূগর্ভে ওয়েলডিং মেশিন নামাতে গেলে ১৫ দিন আগে জিজিএমএসের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তা করা হয়নি। এতে বিপদ হতে পারে। কোলিয়ারি কর্তৃপক্ষের দাবি, বিধি মেনেই কাজ হচ্ছে। আলোচনা করে বিষয়টি নিষ্পত্তি করা হবে।
|
ছিনতাইকারী ধৃত
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
হার ছিনতাই করে পালানোর সময়ে দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করলেন এক মহিলা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানায়, ওই মহিলার নাম মালা রায়। শনিবার রেল কলোনি এলাকায় প্রাতঃভ্রমণ করার সময়ে এক দুষ্কৃতী মালাদেবীর গলার হারটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে। তিনি তাকে ধরে ফেলেন।
|
অনিয়মের অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
বিধি না মেনে এক সঙ্গে গ্যাস ও ইলেকট্রিক ওয়েল্ডিং যন্ত্র ভূগর্ভে নামানোর অভিযোগে উৎপাদন বন্ধ রেখে আইএনটিইউসি-র নেতৃত্বে বিক্ষোভ দেখালেন শ্রমিকেরা। রানিগঞ্জের নিমচা ৪ নম্বর খনির ঘটনা। সংগঠনের নেতা রুস্তম সিংহ জানান, ভূগর্ভে ওই যন্ত্র নামাতে হলে ১৫ দিন আগে ডিজিএমএসের অনুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তা হয়নি। কোলিয়ারি কর্তৃপক্ষের দাবি, বিধি মেনেই কাজ হচ্ছে।
|
ঝুলন্ত দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • লাউদোহা |
ফরিদপুর (লাউদোহা) থানার সরপি মোড়ের কাছে পরিত্যক্ত পোলট্রি ফার্ম থেকে শনিবার দুপুরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। পুলিশ জানায়, মৃতের নাম অজয় বাগদি (২৭)। বাড়ি বাঁকুড়ার সোনামুখি থানার মহেশপুর গ্রামে।
|
কোথায় কী
|
বর্ধমান
রাজ্য খো খো প্রতিযোগিতা। বনপাশ শিক্ষানিকেতন। সকাল ১০টা।
আসানসোল
রামনাম সংকীর্তন। বিকাল ৫টা। রামকৃষ্ণ মিশন আশ্রম।
রাজীব গাঁধী ও দেবাশিষ ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। আপার চেলিডাঙ্গা রাজীব
গাঁধী মাঠ। বিকাল ৪টা। উদ্যোগ: তৃণমূল স্পোর্টস সেল ও আসানসোল মমতা ব্রিগেড।
বারাবনি
ফুটবল প্রতিযোগিতা। গৌরান্ডি মাঠ। বিকাল ৪টা। |
|