খেলার টকরো খবর

সুপার ডিভিশন ফুটবল লিগ
রাধারানি স্টেডিয়ামে সুপার ডিভিশন ফুটবল লিগে শিবাজী সঙ্ঘ ৪ গোলে হারাল জাতীয় সঙ্ঘকে। দু’টি গোল করেন শ্রীকান্ত কোড়া। অন্য দু’টি করেন সুশান্ত পান ও মঙ্গলা মাণ্ডি। সুপার ডিভিশনের অপর ম্যাচে আরএইউসি ও সেন্টার অব ইয়ং সোসাইটির ম্যাচ ১-১ গোলে ড্র হয়। দুই দলের পক্ষে গোল করেন সঙ্কেত রায় ও গণেশপ্রসাদ রাও। অন্য দিকে, স্পন্দন মাঠে দ্বিতীয় ডিভিশন ফুটবলে পারবীরহাটা নেতাজি সঙ্ঘ ২ গোলে হারায় বেগুট মিলন সঙ্ঘকে। গোল করেন বিশ্বজিৎ কর্মকার ও প্রতাপ দত্ত। দ্বিতীয় ডিভিশনে বাম অ্যাপলো সঙ্ঘ ৩-২ গোলে হারায় উদয় সঙ্ঘকে। বামের পক্ষে হ্যাট্রিক করেন সাহেব অধিকারী। উদয়ের হয়ে গোল করেন রাজীবনাওয়াজ ও গনেশ থাপা। এই লিগেই সুব্রত স্মৃতি সঙ্ঘ ৩ গোলে হারায় ভাতছালা ইউনাইটেড ক্লাবকে। ইমরান খান ১টি ও সাবির খান ২টি গোল করেন।

পুলিশ ফুটবল
—নিজস্ব চিত্র।
পুলিশ ফুটবলের আয়োজন হল শনিবার। মন্তেশ্বর সাগরবালা উচ্চবিদ্যালয়ের মাঠে এ দিন জেলা পুলিশ ফুটবল দল মুখোমুখি হয় কালনা এসডিপিও একাদশের। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য ছিল। টাইব্রেকারে দু’দলই তিনটি করে গোল করে। ফল হয় ৩-৩। এর পর সাডেন ডেথে ১-০ গোলে এগিয়ে যায় জেলা পুলিশ একাদশ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা-সহ বেশ কিছু পুলিশ আধিকারিক।

মহকুমা ফুটবল লিগ
—নিজস্ব চিত্র।
কালনার অঘোরনাথ পার্ক স্টেডিয়াম মাঠে মহকুমা ফুটবল লিগের খেলায় জয়ী হল পাঁচরোখি বাণী পাঠাগার। কৃষ্ণদেবপুর কল্যাণ সমিতির সঙ্গে খেলায় পাঁচরোখি ৮ গোলে হারায় কৃষ্ণদেবপুরকে। কালনা মহকুমা ক্রীড়া সংস্থা পরিচালিত এই লিগ এ বার শুরু হয়েছে দশটি দলকে নিয়ে।

সাঁতার প্রতিযোগিতা
—নিজস্ব চিত্র।
শহরের আলমগঞ্জে অনুষ্ঠিত সাঁতার প্রতিযোগিতায় ২৬টি বিভাগে ছেলেদের মধ্যে কৃতিত্ব দেখালেন প্রত্যয় ভট্টাচার্য, সাহিল সর, সৃঞ্জন রায় ও বিশাল বন্দ্যোপাধ্যায়। মেয়েদের বিভাগে নজর কাড়েন কাজরী মজুমদার, শতরূপা প্রামাণিক। শহরের কল্পতরু সুইমিংপুলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা প্রায় দেড়শো প্রতিযোগী যোগ দেন।

চ্যাম্পিয়ন সবুজ সঙ্ঘ
কল্পতরু মাঠে অনুষ্ঠিত আভাস কুণ্ডু স্মৃতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সবুজ সঙ্ঘ। ফাইনালে তারা প্রণব স্মৃতি সঙ্ঘকে ২ গোলে হারায়। দু’টি গোলই বিপ্লব দাসের। ম্যান অব দ্য ম্যাচ-ও হন তিনি। প্রতিযোগিতার সেরা হন মনা চট্টোপাধ্যায়। সেরা গোলকিপার সুপ্রিয় মুখোপাধ্যায়।

চ্যাম্পিয়ন সম্মিলনী
নেতাজী সঙ্ঘ আয়োজিত অমিত চক্রবর্তী, মিঠু রায়, বান্টি ঝা স্মৃতি এক দিনের ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সোদপুর সম্মিলনী সঙ্ঘ। শনিবার নিউটাউন ২ নম্বর মাঠে ফাইনালে তারা সাপুরবাঁধ করুণাময়ীকে ১ গোলে হারায়। এ দিন ওই মঞ্চ থেকে স্থানীয় পাঁচটি স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ১২ জন ছাত্র-ছাত্রী এবং গাঁধী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ধর্মরাজ সিংহকে সংবর্ধনা দেওয়া হয়। পুরস্কার বিতরণ করেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়, মেয়র পারিষদ লক্ষ্মণ ঠাকুর প্রমুখরা।

বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত পাড়া ফুটবলে সেমিফাইনালে উঠল
বর্ধমান থানা একাদশ। রবিবার কেতুগ্রামে স্কুল মাঠে তারা সঙ্কেত রায়ের গোলে
কাটোয়া মহকুমা একাদশকে এক গোলে হারায়। নিজস্ব চিত্র।

জিতল বিধাননগর
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশনের শনিবারের খেলায় জয়ী হল বিধাননগর সেক্টর ২সি। এমএএমসি মাঠে তারা ৩-০ গোলে এভারগ্রিন এসিকে হারায়। বিধান বাদ্যকর দু’টি ও বাপ্পা অধিকারী একটি গোল করেন।

বড়ডাঙার হার
জামগ্রাম, পানুড়িয়া, ইটাপাড়া পঞ্চায়েত আয়োজিত লিগ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়ী হল পানুড়িয়া বিবেকানন্দ ক্লাব। গৌরাণ্ডি মাঠের খেলায় তারা বড়ডাঙা আদিবাসী ক্লাবকে ১ গোলে হারায়।

স্মৃতি ফুটবল
রাজীব গাঁধী ও দেবাশিস ঘটক স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জয়ী হল বড়থল আদিবাসী ক্লাব। আপার চেলিডাঙা রাজীব গাঁধী মাঠের খেলায় তারা পলস ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৪-৪। বিজিত দলের রঞ্জিত ওরাং ম্যাচের সেরা হন।

হারল নবসূর্য
—নিজস্ব চিত্র।
গ্যামন ব্রিজ ফ্রেন্ডস ক্লাব আয়োজিত অশোক ঘোষ, চাঁপাপ্রভা দত্ত ও ক্ষিতীশ সরকার স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় শনিবারের খেলায় জয়ী হল ফ্রেন্ডস রেজিমেন্ট। গ্যামন ব্রিজের মাঠে তারা ১-০ গোলে নবসূর্য এসসিসিকে হারায়। গোল করেন সৌরভ মল্লিক। রবিবারের খেলায় আয়োজক সংস্থা ২-১ গোলে তানসেন এসিকে হারায়। জয়ী দলের হয়ে গোল করেন কৃষ্ণ টুডু ও গৌতম হেমব্রম। বিজিত দলের হয়ে ভৈরব বাগদি গোল করেন।

জয়ী কুমারডিহি
শ্যামাপ্রসাদ চৌধুরী ও মনতোষ পাল স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জিতল কুমারডিহি উদয়ন সঙ্ঘ। তারা সরপি ফুটবল মাঠে খাঁন্দড়া ভিক্টর ক্লাবকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়।

সিহারশোলে ফুটবল
পিএন মালিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জিতল হুগলি মহাল এফএ। তারা সিহারশোল মাঠে ৩-১ গোলে বিইউসিকে হারায়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.