|
|
|
|
সভামঞ্চে ‘হামলা’, সংঘর্ষ দুই সংগঠনে |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পরিবহণ শ্রমিকদের একটি সভা করাকে কেন্দ্র করে রবিবার আসানসোলে আইএনটিইউসি ও আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দু’পক্ষই আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছে। আইএনটিটিইউসি-র দাবি, এই ঘটনায় তাদের চার জন সদস্য ঘায়েল হয়েছেন। উল্টো দিকে, আইএনটিটিইউসি-র দাবি, তাদের তিন জন আহত হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এ দিন সকালে আসানসোলের রাহা লেন এলাকায় একটি কর্মিসভার আয়োজন করে আইএনটিটিইউসি অনুমোদিত পরিবহণ কর্মী সংগঠন। সংগঠনের সম্পাদক রাজু অহলুওয়ালিয়ার অভিযোগ, “হঠাৎই কয়েক জন আইএনটিইউসি কর্মী আমাদের সভামঞ্চে হামলা করে, ভাঙচুর চালায়। আমাদের কর্মীদের মারধরও করে।” রাজুবাবুর দাবি, সম্প্রতি কয়েক জন পরিবহণকর্মী আইএনটিইউসি ছেড়ে তাঁদের সংগঠনে নাম লিখিয়েছেন। |
|
গোলমালের চিহ্ন। রবিবার আসানসোলের রাহা লেনে তোলা নিজস্ব চিত্র। |
রবিবার ওই কর্মীদের অভিনন্দন জানাতেই সভার আয়োজন করা হয়। সেই রাগেই আইএনটিইউসি হামলা করেছে বলে অভিযোগ। উল্টো দিকে আইএনটিইউসি নেতা তথা পুরসভার মেয়র পারিষদ রবিউল ইসলাম বলেন, “ওরা যেখানে সভা করছিলেন সেখানে আমাদের দলীয় পতাকা লাগানো ছিল। আইএনটিটিইউসি-র কর্মীরা ওই পতাকা ছিঁড়ে দিয়েছে। আমরা তার প্রতিবাদ করতেই ওরা আমাদের মারধর করেছে।”
আসানসোলের রাহা লেন অঞ্চলের ওই ব্যস্ত এলাকায় দুই শ্রমিক সংগঠনের তুলকালাম বেধে যাওয়ায় অশান্তি ছড়ায়। সামনেই আসানসোল দক্ষিণ থানা। সেখান থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। |
|
|
|
|
|