দিন্দার জন্মদিনের পার্টিতেও বাংলার চিন্তা বাইশ গজ
|
|
রাজর্ষি গঙ্গোপাধ্যায়, ইনদওর: নীল জার্সি পরা চেহারাগুলো ভিড় করে দাঁড়িয়ে। মধ্যমণি ততক্ষণে ছুরি হাতে একটা প্রমাণ-সাইজ কেকের দিকে এগোচ্ছেন। তাঁর স্বভাবসিদ্ধ অফুরন্ত এনার্জি-সাইক্লোন দেখে কে বলবে, সাড়ে তিন ঘণ্টার প্র্যাকটিস পর্ব মিটিয়ে সবে টিম বাস থেকে হোটেল লবিতে। |
|
গনিকে না দেখে বিস্মিত জোল
|
রাজর্ষি গঙ্গোপাধ্যায়, ইনদওর: একজন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারত অধিনায়ক। ক্রিকেটমহলের
অভিমতে, ভারতীয় ক্রিকেটের ‘নেক্সট বিগ থিং’।
অন্য জন বাংলার জুনিয়র টিমের নির্ভরযোগ্য
অফস্পিনার। ব্যাটের হাত বেশ ভাল। অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ টিমে ইনিও আছেন। যাঁকে মনে
করা
হচ্ছে, বাংলা ক্রিকেটের ‘নেক্সট বিগ থিং’।
বিজয় জোল এবং আমির গোনি। |
|
জীবনের জন্য খেলব, বলছেন চিডিরা
|
রতন চক্রবর্তী, মঞ্জেরি: অনুশীলন শুরুর মিনিট পাঁচেকের মধ্যে হোটেলে ফিরে গেলেন মোগা। পেটের গণ্ডগোল। রাতে ক্ষীণ গলায় বললেন, “ওষুধ খেয়ে একটু সুস্থ হয়েছি। খুব দুর্বল লাগছে। তবু কাল খেলব। খেলতেই হবে।” মাঠের পাশে বসে সারাক্ষণ অনুশীলন দেখলেন তিন ফুটবলার—নওবা, গুরবিন্দর, জোয়াকিম আব্রাঞ্চেজ। তিন জনেরই চোট। |
|
|
|
|
জিতেও ঝুলে
থাকল মহমেডান |
সেরেনার রেকর্ড,
য়ুকির চমক |
|
টুকরো খবর |
|
|