বিশ্বসেরাদের হারাল ভারত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঘুম ভাঙল ভারতের। তবে বেশ দেরিতে। বিশ্ব হকি লিগের কোয়ার্টার ফাইনালে হারলেও ৫-৮ নম্বর স্থান নির্ণায়ক ম্যাচে বিশ্বের এক নম্বর জার্মানিকে ৫-৪ হারাল ভারত। হ্যাটট্রিক করে ভারতের জয়ের নায়ক মনদীপ সিংহ। জোড়া গোল রুপিন্দর পাল সিংহের। পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ণয়ের ম্যাচে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। চলতি টুর্নামেন্টে দর্শকাসন ফাঁকা থাকা নিয়ে রিক চার্লসওয়ার্থের সমালোচনার জবাবে এ দিন এই অস্ট্রেলীয় কোচকে তুলোধোনা করলেন হকি ইন্ডিয়ার সচিব নরিন্দর বাত্রা। পাশাপাশি তিনি জানিয়েছেন বিশ্ব কাপের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় মার্চে আজলান শাহ হকিতে ভারত অংশ নেবে না।
|
জোড়া গোল মেসির
নিজস্ব প্রতিবেদন
১৭ জানুয়ারি |
চোট থেকে ফিরে চেনা মেজাজেই বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসি। তাঁর জোড়া গোলের সৌজন্যেই গেতাফেকে ২-০ হারিয়ে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালে উঠল বার্সা। বিরতির ঠিক আগেই মেসি ১-০ এগিয়ে দেন বার্সেলোনাকে। কিছু সময় পরেই চার ডিফেন্ডারকে ড্রিবল করে দ্বিতীয় গোলটি করেন এলএম টেন। কিন্তু মেসির জোড়া গোলের উৎসবেও বার্সার চিন্তা নেইমারের চোট। ম্যাচের শুরুতেই গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ব্রাজিলীয় ‘ওয়ান্ডারকিডকে’। ম্যাচ শেষে নেইমারের চোট প্রসঙ্গে বার্সা কোচ মার্টিনো বলেন, “ক্লাব ডাক্তাররা জানিয়েছে যে খুব তাড়াতাড়ি মাঠে ফিরবে নেইমার।”
|
মুদগল কমিটির সামনে আদিত্য
সংবাদ সংস্থা • মুম্বই
১৭ জানুয়ারি |
বিচারপতি মুকুল মুদগলের সামনে হাজির হয়ে নিজের বক্তব্য পেশ করলেন বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মা। তাঁর মামলার জেরেই সুপ্রিম কোর্ট আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারির তদন্তের জন্য মুদগল কমিটি গঠন করেছে। এ দিন বর্মা তাঁর যুক্তি ও বক্তব্য লিখিত ভাবে জমা দিয়ে কমিটির সদস্যদের প্রশ্নের উত্তর দেন। পরে আদিত্য বলেন, “আমার বক্তব্য নিয়ে কমিটির কোনও সদস্য কোনও পাল্টা প্রশ্ন করেননি। তাঁরা মন দিয়ে শুনেছেন সব কিছু। আমি ওঁদের সঙ্গে কথা বলে খুশি। আশা করি, সুবিচার পাওয়া যাবে।”
পুরনো খবর: মুদগল কমিটির সামনে এ বার ডালমিয়া
|
মুস্তাক আলি প্রদর্শনী ম্যাচে হয়তো সৌরভ
নিজস্ব সংবাদদাতা • ইনদওর |
মুস্তাক আলির জন্মশতবর্ষে মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা আয়োজিত প্রদশর্নী ম্যাচে আমন্ত্রিত হতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছরই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুস্তাক আলির জন্মশতবর্ষ। আমন্ত্রিত হতে পারেন সচিন তেন্ডুলকর। এমপিসিএ যুগ্ম-সচিব মিলিন্দ কানমাডিকর বললেন, “আগামী মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সৌরভকে চাইছি, কারণ এখানে ওকে নিয়ে আবেগটা এখনও আগের মতো।”
|
রুপো পেল উত্তরের মেয়েরা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গুয়াহাটিতে অনুষ্ঠিত ৭৫ তম সাব জুনিয়র এবং যুব টেবিল টেনিস প্রতিযোগিতায় রূপো পেল উত্তরবঙ্গের মেয়েরা। ফাইনালে রাজ্য টেবিল টেনিস সংস্থার ঐকা মুখোপাধ্যায় এবং প্রিয়দর্শিনী দাসের কাছে ৩-২ ফলে হেরে যায় উত্তরবঙ্গ টেবিল টেনিস অ্যসোসিয়েশনের অনুষ্কা দত্ত এবং সাগরিকা মুখোপাধ্যায় জুটি। সেমিফাইনালে মহারাষ্ট্রকে ৩-২ ফলে হারিয়েছিল তাঁরা। ওই দুজন ছাড়াও উত্তরবঙ্গ দলের বাকি সদস্যরা হলেন ঐশ্বর্য দেব এবং সায়নী বসু।
|
টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ৩০ জনের দল থেকে বাদ পড়লেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র সহবাগ, ইরফান ও ইউসুফ পাঠান, চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়। অপ্রত্যাশিত ভাবে আছেন রজত ভাটিয়া। হরভজন সিংহ, যুবরাজ সিংহও আছেন। বাংলা থেকে একমাত্র মহম্মদ শামি ছাড়া আর কেউ সুযোগ পাননি। |