মুদগল কমিটির সামনে এ বার ডালমিয়া
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আইপিএলে স্পট ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারির তদন্তকারী মুদগল কমিটির সামনে হাজির হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট প্রধান এবং সিএবি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া। বৃহস্পতিবার কলকাতায় এসে কমিটির সদস্যরা কথা বলেন ডালমিয়ার সঙ্গে। কয়েক দিন আগেই এক ক্রিকেট ওয়েবসাইটে ডালমিয়া বলেছেন, “প্রথমেই আইপিএল-কে কলঙ্কমুক্ত করা দরকার। আমি এই পরামর্শ আগেই দিয়েছি। তবে যে হেতু এ সবের সঙ্গে আমি জড়িত নই, তাই কী হচ্ছে ঠিক জানি না।” বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নিযুক্ত তদন্ত কমিটির প্রধান বিচারপতি মুকুল মুদগলের সঙ্গে দেখা করে কী বললেন, তা অবশ্য জানাতে চাইলেন না ডালমিয়া। বলেন, “এটা ঠিকই যে, আমি আজ বিচারপতি মুদগল কমিটির সামনে গিয়েছিলাম। তবে আমাদের মধ্যে কী কথা হয়েছে, তা বলা যাবে না।” তদন্ত কমিটিতে ডাকা হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। শুক্রবার মুদগল কমিটির সামনে হাজির হওয়ার কথা বিহার ক্রিকেট সংস্থার সচিব আদিত্য বর্মার। তাঁর করা মামলার জেরেই সুপ্রিম কোর্ট এই তদন্ত কমিটি নিয়োগ করেছে। ফলে তাঁর বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। আদিত্য নিজে অবশ্য দাবি করেছেন, কমিটির কাছে কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরবেন। এ দিন শহরে এসে তিনি বলেন, “আমি লিখিত ভাবে কমিটির কাছে আমার বক্তব্য পেশ করব। তা ছাড়াও যদি আরও কিছু জানতে চান কমিটির সদস্যরা, তা হলে তারও জবাব দেব।” বোর্ডের তরফ থেকে তাঁকে কমিশনে হাজির হওয়ার দিনক্ষণ জানানো হয়নি বলে দাবি করেন আদিত্য। বলেন, “আমি নিজে ফোন করে সময় জেনেছি। বোর্ডের অফিস থেকে কোনও চিঠিই দেওয়া হয়নি আমাকে।” ১২ ফেব্রুয়ারি আইপিএল নিলামের আগেই মুদগল কমিটির রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা।
|
বৃহষ্পতিবার সৌরভের টুইটারে এই ছবি পোস্ট করা হয়। |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার প্রথম বার নবান্নে সৌরভ গঙ্গোপাধ্যায়। যা নিয়ে নতুন করে প্রাক্তন ভারত অধিনায়কের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। পরে অবশ্য দু’ তরফ থেকেই জানা যায়, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। জানা গিয়েছে, রাজারহাটে নিজের স্কুল নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন সৌরভ। মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, চিন্তার কিছু নেই। |
গঙ্গা ফুটবল উৎসবের দ্বিতীয় সেমিফাইনালে যাদবপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশনকে ৩-০ গোলে হারাল বসিরহাটের নিউ বাণী সংঘ। হ্যাটট্রিক করলেন মনিরুল মণ্ডল। রবিবার ফাইনাল নিউ বাণী সংঘ বনাম অশোক নগর। |