রিও অলিম্পিকে সোনার লক্ষ্য মেরি কমের। আর সে জন্য এখন থেকেই ২০১৬-র প্রস্তুতি শুরু করে দিয়েছেন মণিপুরী তনয়া। বৃহস্পতিবার শহরে এক অনুষ্ঠানে যোগ দিতে এসে বলে দিলেন, “পরের অলিম্পিক থেকে সোনা জেতা ছাড়া কিছু ভাবছি না।”
অলিম্পিকের আগে কমনওয়েলথ গেমস ও এশিয়াড আছে। তবে অলিম্পিকের কথা মাথায় রেখেই ওই দু’জায়গায় ৫১ কেজি ক্যাটেগরিতে নামবেন মেরি। বললেন, “গত বার অলিম্পিকে আমি প্রথম ৫১ কেজিতে নেমেছিলাম। পদক পেলেও সমস্যা হয়েছিল। রিওতে যাতে সেই সমস্যা না হয় তার জন্য আমি এখন সব টুর্নামেন্টেই ৫১ কেজিতে নামব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অলিম্পিকে রুপোজয়ী শ্যুটার রাজ্যবর্ধন রাঠৌড়-ও। রিওর পরের জন্য মেরিকে এখনই শুভেচ্ছা জানালেন তিনি। বললেন, “আমিও আশা করি মেরি রিওতে সোনা জিতবে। অনেক শুভেচ্ছা রইল।”
কিছু দিন আগেই একটি ফুটফুটে কন্যার মা হয়েছেন মেরি। তাকে কোলে নিয়েই অলিম্পিকের প্রস্তুতিতে নেমে পড়েছেন যেন! সদ্য মা হওয়ায় নিজেকে আপাতত একশো শতাংশ ফিট করে তুলতেই ব্যস্ত লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী বক্সার। “এখন তো আমি মাত্র দশ শতাংশ ফিট,” বললেন তিনি। শুধু শারীরিক ভাবে ফিট হওয়াই নয়, মানসিক জোরটাও খুব গুরুত্বপূর্ণ মনে করছেন মেরি। |
দেশের গর্ব। শহরে এক অনুষ্ঠানে দুই অলিম্পিক পদকজয়ী
মেরি-রাজ্যবর্ধন। বৃহস্পতিবার। ছবি: উৎপল সরকার। |
তাঁকে নিয়ে যে বলিউডে যে সিনেমা তৈরি হচ্ছে, তাঁর জন্য প্রিয়ঙ্কা চোপড়াকেও মানসিক ভাবে শক্তিশালী হওয়ার টিপস দিয়েছেন মেরি। প্রিয়ঙ্কাকে শিখিয়েছেন কী ভাবে তিনি পাঞ্চ মারেন। কী ভাবেই বা প্রতিরোধ করেন বিপক্ষের আক্রমণ। “প্রিয়ঙ্কা আমার বাড়িতে এসেছিলেন আমার রোজকার জীবনের সঙ্গে পরিচিত হতে। আমি কী ভাবে থাকি, কী করি সব জানার জন্য। আমিও মুম্বই গিয়ে ওকে বক্সিংয়ের নানা টিপস দিয়েছি। শিখিয়েছি আমার লড়াইয়ের স্টাইল।”
নিজের জীবন নিয়ে সিনেমার নাম কী হবে এখনও জানেন না মেরি। তবে তাঁর স্বপ্ন ‘ভাগ মিলখা ভাগ’-এর মতোই নামের মধ্যে ‘মেরি কম’ নামটা যেন থাকে। “ভাগ মিলখা ভাগ আমি দেখেছি। খুব ভাল লেগেছে। আমারও স্বপ্ন আমাকে নিয়ে যে ছবি বানানো হচ্ছে, সেই ছবির নামের মধ্যে আমার নামটা যেন থাকে।”
যদিও বিশ্বাস করেন, অলিম্পিক সোনা পেলে তবেই তাঁর জীবনের লড়াই সার্থক হবে। সবার অনুরোধে অনুষ্ঠানে মেরি গানও গাইলেন— “আজ ম্যায় উপর, আসমা নীচে, আজ ম্যায় আগে, জমানা হ্যায় পিছে....”। বলে দিলেন, “লন্ডনে যা পারিনি, সেটা রিওতে পারলে তবেই না গানটা আমার জীবনে সত্যি হবে।” |