ফুটবলবিশ্বে বজায় থাকল বিশ্বসেরার দাপট। কোপা দেল রে-র দ্বিতীয় পর্বে রোনাল্ডোর গোলের সাহায্যে ওসাসুনাকে ২-০ হারাল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের শুরুতেই সিআর সেভেনের ট্রেডমার্ক ‘নাকেলবল’ ফ্রি কিকের সৌজন্যে ১-০ এগোয় রিয়াল। ২৫ গজ দূর থেকে সিআর সেভেনের সোয়ার্ভিং শট গিয়ে জড়ায় নেটে। দ্বিতীয়ার্ধে অ্যাঞ্জেল ডি মারিয়ার গোলে ম্যাচে জয় নিশ্চিত করে কার্লো আন্সেলোত্তির দল। ম্যাচের শেষের দিকে ফাবিও কোয়েন্ত্রাও লাল কার্ড দেখলেও, ম্যাচে প্রভাব পড়েনি। দু’পর্ব মিলিয়ে ৪-০ জিতে আন্সেলোত্তি বলেন, “রোনাল্ডোর গোলের পরেই এক প্রকার ম্যাচ শেষ হয়ে যায়। তবুও পুরো ম্যাচেই আমার দল খুব ভাল খেলেছে।” কোচের মতোই দলের পারফরম্যান্সে খুশি দলের মাঝমাঠ তারকা আসিয়ের ইল্লারামেন্দি। “আমাদের লক্ষ্য ছিল শুরুর থেকেই আক্রমণাত্মক খেলা। লা লিগায় এই ম্যাচেই আমরা ড্র করি। এই কারণে আজ জিততে পেরে আমরা খুশি।” সঙ্গে দলের তরুণ তারকা খেসে রডরিগেজ আবার বলেন, “আশা করছি দল এই ফর্মটা ধরে রাখতে পারবে। ”
রিয়ালে যদি স্বস্তির হাওয়া থাকে তবে বার্সেলোনার ছবি কিন্তু অন্য রকম। সোমবার রাতে চার বছর পর ব্যালন ডি’অর হাতছাড়া হয়েছে মেসির। এর পর ইউরোপের সেরা একাদশ থেকেও বঞ্চিত হলেন এলএম টেন। পাশাপাশি আবার বিতর্কে জড়িয়ে পড়লেন দলের ব্রাজিলীয় ‘ওয়ান্ডারকিড’ নেইমার। যাঁর বার্সেলোনা চুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে। |
গোলের পর সতীর্থদের মাঝে রোনাল্ডো। ছবি: এএফপি। |
ঘটানাটা কী? নেইমারকে ৫৭.১ মিলিয়ন পাউন্ড দিয়ে সই করায় বার্সেলোনা। যার মধ্যে সান্তোস পায় ১৭ মিলিয়ন ইউরো। বাকি ৪০ মিলিয়ন ইউরো পায় নেইমারের বাবার কম্পানি ‘এন অ্যান্ড এন’। কিন্তু বার্সেলোনার কর্তা ইয়র্দি কেসের অভিযোগ যে সান্তোসকে পুরো টাকা দেওয়া হয়নি। আর নেইমার সিনিয়রের অ্যাকাউন্টে যাওয়া ৪০ মিলিয়ন ইউরোর কোনও লিখিত প্রমাণ নেই। বার্সেলোনার এক কোর্ট মেসির ক্লাবকে নির্দেশ দিয়েছিল নেইমারের লিখিত চুক্তি দেখানোর জন্য। কিন্তু সব জল্পনা উড়িয়ে প্রথম মুখ খুললেন নেইমার। বার্সেলোনার তরুণ তারকা সাফ জানিয়ে দিলেন, “আমার চুক্তিতে কোনও কিছুই বেআইনি নেই। কারও কোনও প্রশ্ন থাকলে আমার বাবাকে করতে পারে। আমি শুধু মনোযোগ দিচ্ছি আমার কাজে। যা হল ফুটবল খেলা।” সঙ্গে তিনি যোগ করেন, “আমি জানি আমার বার্সেলোনা চুক্তি নিয়ে অনেক কথা বলা হচ্ছে। আমি বাবার সঙ্গে কথা বলেছি এই ব্যাপারে। আমার পুরো ভরসা আছে বাবার উপর।” শুধুমাত্র নেইমার নয়। স্প্যানিশ কোর্টের চুক্তি দেখার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র তোপ দাগল বার্সেলোনা। ক্লাবের বিবৃতিতে বলা হয়, “আমাদের বিশ্বাস সরকারী আইনজীবী কিছু ভুল করেছে ব্যাপারটা বুঝতে। কিন্তু আমরাও এর বিরুদ্ধে পদক্ষেপ নেব। কোনও রকম ভাবে বদনাম হতে দেব না বার্সেলোনা বা ক্লাব প্রেসিডেন্টের নাম।” |