অস্ট্রেলীয় ওপেনের প্রচণ্ড চড়া রোদের মতোই তীব্র চড়া ফর্ম সেরেনা উইলিয়ামসের। চতুর্থ রাউন্ডে প্রাক্তন বিশ্বসেরা আনা ইভানোভিচের মুখোমুখি হওয়ার পথে শুক্রবার বর্তমান বিশ্বসেরা সেরেনা অস্ট্রেলীয় ওপেনে রেকর্ডও গড়লেন, টুর্নামেন্টে মেয়েদের সিঙ্গলসে সর্বাধিক ম্যাচ জেতার। আটানব্বইয়ে মেলবোর্নের গ্র্যান্ড স্ল্যামে আবির্ভাব থেকে এ দিন পর্যন্ত তিনি ৬১টি ম্যাচ জিতে ভাঙলেন কিংবদন্তি অস্ট্রেলীয় তারকা মার্গারেট কোর্টের রেকর্ড (৬০ ম্যাচ)। রেকর্ড গড়ার ম্যাচে শীর্ষ বাছাই সেরেনা হারালেন হান্টুকোভাকে ৬-৩, ৬-৩। গত বারের পুরুষ চ্যাম্পিয়ন জকোভিচ ৬-৩, ৬-৩, ৭-৫ ইস্তোমিনকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন। তবে সবচেয়ে নাটকীয় ছিল মেয়েদের তৃতীয় রাউন্ডে চতুর্থ বাছাই চিনের লি না-র ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে এবং টাইব্রেকারে টিকে থেকে শেষ পর্যন্ত সাফারোভাকে হারানো। ১-৬, ৭-৬ (৭-২), ৬-৩।
ভারতীয়দের মধ্যে পঞ্চম বাছাই লিয়েন্ডার পেজ-রাদেক স্টেপানেক প্রথম রাউন্ডে ৬-৪, ৬-১ হারাল লি-র প্রাক্তন পার্টনার লুকাস ডুহি এবং লুকাস রসোলের জুটিকে। তবে চমকে দিয়েছেন য়ুকি ভামব্রি। দিল্লির তরুণ অখ্যাত মার্কিন মাইকেল ভেনাসকে নিয়ে দ্বিতীয় রাউন্ডে অঘটন ঘটান, দশম বাছাই তেকাউ-রজার জুটিকে ৬-৪, ৬-৪ হারিয়ে। তৃতীয় রাউন্ডে উঠলে লি-রা পড়বেন য়ুকিদের সামনেই। |