পরপর দুটো ম্যাচ জিতেও সেমিফাইনালে যাওয়ার টিকিট নিশ্চিত হল না মহমেডানের। জোসিমাররা মঞ্জেরি থেকে কোচিতে সেমিফাইনাল খেলতে যাবেন, না কলকাতায় ফিরবেন ঠিক হবে মঙ্গলবার। ডেম্পো ম্যাচের পর। গ্রুপ লিগে দু’ম্যাচের পর মহমেডান-ডেম্পো, দু’জনেরই পয়েন্ট ছয়। শেষ ম্যাচে আর্থার পাপাসের দলের বিরুদ্ধেও জিততে হবে সঞ্জয় সেনের টিমকে। ড্র হলে গোল পার্থক্যে শেষ চারে চলে যাবে গোয়ার ক্লাবই।
এ দিন মহমেডান হারাল ভবানীপুরকে ২-০। গোল করেন জোসিমার এবং রাকেশ মাসি। অন্য ম্যাচে ডেম্পো ৩-০ হারায় সিকিম ইউনাইটেডকে। জোড়া গোল মহমেডান-বাতিল টোলগের। অন্য গোলটি বেটোর। তবে মহমেডানের বিরুদ্ধে পরের ম্যাচ খেলতে পারবেন না টোলগে। সে রকম শর্তেই তাঁকে রিলিজ দিয়েছেন মহমেডান কর্তারা।
এ দিন জোসিমারকে ভবানীপুর বক্সে ফাউল করা হলে মহমেডান পেনাল্টি পায়। পেনাল্টি কিকে গোলও করেন পেন। কিন্তু ‘স্টেপ ব্যাক’-এর অপরাধে তা বাতিল করে দেন গোয়ার রেফারি। ফের মারার নির্দেশ দেন। এ বার পেনের কিক ক্রসপিসে লেগে ফেরে। কোচিতে সাতোরির ইউনাইটেড জিতেও ছিটকে গেল। হেড-টু-হেড নিয়মে চার্চিল চলে গেল সেমিফাইনাল। চার্চিল এ দিন ২-১ হারায় ঈগলস এফ সি-কে। ইউনাইটেড ১-০ হারায় পুণে এফ সি-কে। র্যান্টির বদলি নেমে গোল করেন বলদীপ সিংহ।
|
শনিবারে ফেডারেশন কাপ
ইস্টবেঙ্গল : স্পোর্টিং (মঞ্জেরি, ৫-০০)
মোহনবাগান : লাজং (কোচি, ৪-৩০)
রাংদাজিদ : বেঙ্গালুরু (মঞ্জেরি, ৭-৩০)
সালগাওকর : মুম্বই (কোচি, ৭-০০)। |