একজন অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে ভারত অধিনায়ক। ক্রিকেটমহলের অভিমতে, ভারতীয় ক্রিকেটের ‘নেক্সট বিগ থিং’।
অন্য জন বাংলার জুনিয়র টিমের নির্ভরযোগ্য অফস্পিনার। ব্যাটের হাত বেশ ভাল। অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ টিমে ইনিও আছেন। যাঁকে মনে করা হচ্ছে, বাংলা ক্রিকেটের ‘নেক্সট বিগ থিং’।
বিজয় জোল এবং আমির গোনি। তফাতের মধ্যে জোল মহারাষ্ট্রের হয়ে শনিবার থেকে রঞ্জি সেমিফাইনালে নামবেন। গোনি-কে সেখানে এখনও রঞ্জি ট্রফির জন্য ভাবাই হয়নি।
যা দেখে জোল বিস্মিত। তিনি বুঝে উঠতে পারছেন না কেন গনিকে রঞ্জিতে এখনও খেলাচ্ছে না বাংলা। “বাংলা খুব ভাল ক্রিকেটার পেয়ে গিয়েছে গনির মধ্যে। ওর একটা বড় গুণ, পিচ কেমন, ওকে সাহায্য করবে কি না, সে সব নিয়ে মাথা ঘামায় না। যে কোনও পিচ থেকে উইকেট তুলে দেবে। লোয়ার অর্ডারে নেমে রানও করে দেবে,” এ দিন প্র্যাকটিসের পর বলছিলেন জোল। যার পরপরই বাংলা টিমে গনিকে না দেখে বিস্মিত হয়ে যান তাঁর ভারতীয় টিমের ক্যাপ্টেন। বলে ফেলেন, “বাংলার দল নির্বাচন নিয়ে আমার বলা হয়তো উচিত নয়। কিন্তু আমার মনে হয়, গনিকে রঞ্জিতে নামিয়ে দিলে ভালই হত। রঞ্জি খেলার ক্ষমতা ওর এখনই আছে।”
জোলের যে কথা শুনে বাংলার নির্বাচকরা অসন্তুষ্ট। বলা হচ্ছে, জোল নিজে এখনও প্রতিষ্ঠিত নন। সেখানে গোনিকে নিয়ে বাংলা কী ভাবছে, সেটা নিয়ে সময় খরচ না করে তাঁর নিজের ক্রিকেট নিয়ে ভাবাই ভাল। বাংলার নির্বাচক কমিটির প্রধান দীপ দাশগুপ্ত ক্ষুব্ধ মেজাজে বলে দিলেন, “এটা নিয়ে কথা বলার বিজয় জোল কে? ও নিজে আগে কিছু হোক, তার পর বাকিদের নিয়ে বলুক। দেখা যাবে, জোল নিজে কত দূর পৌঁছয়।” কিন্তু গনিকে নিয়ে পরিকল্পনাটা কী? বলা হচ্ছে, এখনই রঞ্জি মঞ্চে নামিয়ে না দেওয়া হলেও তাঁকে নিয়মিত অনূর্ধ্ব-২৫ খেলানো হবে। আর সব ঠিকঠাক চললে, চলতি বছর তিনি রঞ্জি ওয়ান ডে টুর্নামেন্টে বাংলার হয়ে নামছেন। |