এইচআইভি-র ওষুধ অমিল,
প্রশ্নের মুখে দায়িত্ব-সচেতনতা |
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: এক দিকে জরুরি ওষুধের দীর্ঘ আকাল, অন্য দিকে প্রয়োজনীয় যন্ত্র খারাপ। দু’য়ে মিলিয়ে খোদ কলকাতা শহরে সঙ্কটে এইচআইভি আক্রান্তদের চিকিৎসা-পরিষেবা। পাওয়ার কথা তিনটি ওষুধ। সেই জায়গায় কেউ পাচ্ছেন দু’টি, কেউ বা একটি ওষুধ! তা-ও নিয়মিত নয়। চিকিৎসকেরাই জানাচ্ছেন, এ ভাবে ওষুধ খেলে যে কোনও সময়ে এইচআইভি আক্রান্তদের শরীরে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ জন্মাবে। |
|
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: স্বাস্থ্য দফতরের নতুন প্রকল্প ‘স্বাস্থ্যবন্ধু’তে ফোন করার দু’টি অভিজ্ঞতা। অভিজ্ঞতা ১: বৃহস্পতিবার বিকেল ৫.১৫। হেল্পলাইন নম্বরে ফোন করে পিজির বার্ন ইউনিটে শয্যা খালি আছে কি না, জানতে চাওয়া হয়েছিল। ১০ মিনিট পরে সংশ্লিষ্ট কর্মী বার্ন ইউনিটের মোট শয্যার সংখ্যা জানালেন। |
তিন দিন পার, বন্ধু হয়ে
উঠতে পারল না ‘স্বাস্থ্যবন্ধু’ |
|
নেভিরাপিন অমিল,
বিপাকে রোগীরা |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান ও কলকাতা: প্রায় এক মাস হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে এইচআইভি রোগীদের অতি প্রয়োজনীয় ‘নেভিরাপিন’ ওষুধের সরবরাহ হচ্ছে না। জাতীয় এডস নিয়ন্ত্রণ সংস্থা (ন্যাকো) থেকে ওই ওষুধ আসার কথা। কিন্তু রাজ্যের স্বাস্থকর্তাদের অভিযোগ, ন্যাকোর কর্তারা হাত তুলে দিয়ে উল্টে তাঁদের বলছেন, “আপাতত কোনও ভাবে সামলে নিন।” |
|
জাপানি এনসেফ্যালাইটিসের টিকাকরণ দক্ষিণ দিনাজপুরে |
|
|
এ বার মধুতটি, জমিদান
স্বাস্থ্যকেন্দ্র গড়ার জন্য |
|
শয্যা কম, চালু হয়নি
অস্ত্রোপচারও |
নেই রোগী সহায়তা কেন্দ্র,
বঞ্চিত উপভোক্তারা |
|
টুকরো খবর |
|
|