খাদ্যে বিষক্রিয়া, হাসপাতালে ২৫
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মাথা ব্যাথা, বমি এবং গা গোলানোর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫ জন। এদের মধ্যে বেশিরভাগই শিশু ও কিশোর-কিশোরী। শুক্রবার সকালে অসুস্থদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নীলপুরের আর্যপল্লিতে একটি ফ্ল্যাটের গৃহপ্রবেশের অনুষ্ঠানে প্রচুর ফ্রায়েড রাইস, মাংস, বিরিয়ানি বেঁচে গিয়েছিল। ফ্ল্যাটের বাসিন্দারা ওই খাবার এলাকার কিছু দুঃস্থ পরিবারের শিশু, কিশোর-কিশোরীকে ডেকে বিলি করেন। ওই খাবার খাওয়ার কিছু পরেই ২৫ জন অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে শুক্রবার দুপুরের পর থেকে ওই ২৫ জনের অবস্থার উন্নতি হয়েছে বলে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
|
শিশুমৃত্যুর জেরে ভাঙচুর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শিশুমৃত্যুর অভিযোগে নার্সিংহোমে ভাঙচুর করল উত্তেজিত জনতা। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কড়েয়া থানা এলাকার তিলজলা রোডে। নার্সিংহোমের মালিক মাকসুদকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ফারজানা খাতুন কয়েক দিন আগে ওই নার্সিংহোমে ভর্তি হন বলে পুলিশ সূত্রে খবর। গত বুধবার তিনি সন্তানের জন্ম দেন। বৃহস্পতিবার রাত থেকেই শিশুটি আচমকা অসুস্থ হয়ে পড়ে। সকালে ফারজানা দেখেন, শিশুটি মারা গিয়েছে। তার পরেই তাঁর পরিজনেরা এবং এলাকার বাসিন্দারা নার্সিংহোমে ভাঙচুর চালান।ফারজানার স্বামী ইরফান আলমের অভিযোগ, রাতে দেখভালের জন্য কোনও চিকিৎসক ছিলেন না। নার্সেরও দেখা মেলেনি। যখন শিশুটি অসুস্থ হয়ে পড়ে, তখন ডেকেও কারও সাড়া মেলেনি। সকালে শিশুটির ঠাকুরমা নার্সিংহোমে গিয়ে জানতে পারেন, শিশুটি মারা গিয়েছে। অভিযোগ, কী ভাবে এমন ঘটল জানতে চাইলেও কর্তৃপক্ষ কিছু বলতে চাননি। ভাঙচুরের খবর পেয়ে কড়েয়া থানার পুলিশ যায়। শিশুটির দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বৃহস্পতিবার থেকে দুর্গাপুরে মিশন হাসপাতালে চালু হল ‘ডায়াবেটিক চেক-আপ প্যাকেজ’। কর্তৃপক্ষের দাবি, তারাই পূর্ব ভারতে প্রথম এই ধরনের প্যাকেজ আনল। এতে থাকবে ট্রেড মিল টেস্ট, ব্লাড সুগার-সহ বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, চোখ পরীক্ষা ইত্যাদি। এ ছাড়া, বিশেষজ্ঞদের পরামর্শও পাওয়া যাবে। সারা বছরই এই পরীক্ষার সুবিধা মিলবে। গ্রামের মানুষের আর্থিক অবস্থার কথা মাথায় রেখেই এই প্যাকেজ তৈরি হয়েছে বলে দাবি করেন হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু। |