ট্রপিক্যাল ও মেডিক্যাল
এইচআইভি-র ওষুধ অমিল, প্রশ্নের মুখে দায়িত্ব-সচেতনতা
ক দিকে জরুরি ওষুধের দীর্ঘ আকাল, অন্য দিকে প্রয়োজনীয় যন্ত্র খারাপ। দু’য়ে মিলিয়ে খোদ কলকাতা শহরে সঙ্কটে এইচআইভি আক্রান্তদের চিকিৎসা-পরিষেবা।
পাওয়ার কথা তিনটি ওষুধ। সেই জায়গায় কেউ পাচ্ছেন দু’টি, কেউ বা একটি ওষুধ! তা-ও নিয়মিত নয়। চিকিৎসকেরাই জানাচ্ছেন, এ ভাবে ওষুধ খেলে যে কোনও সময়ে এইচআইভি আক্রান্তদের শরীরে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ জন্মাবে। তখন প্রচলিত কোনও ওষুধ কাজ করবে না। তা সত্ত্বেও রাজ্যে এইচআইভি আক্রান্তদের ‘অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি’ (এআরটি)-র বৃহত্তম কেন্দ্র তথা এইচআইভি চিকিৎসার ‘সেন্টার অব এক্সেলেন্স’ হিসেবে চিহ্নিত স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন গত তিন মাস ধরে এই ভাবেই চলছে। এই কেন্দ্রে রাজ্যের বিভিন্ন জেলার প্রায় সাড়ে সাত হাজার এইচআইভি আক্রান্ত ওষুধ নেন। এআরটি-র অভাবে এঁদের জীবন বিপন্ন হতে বসেছে বলে অভিযোগ।
শুধু ট্রপিক্যাল নয়, ট্রপিক্যাল সংলগ্ন কলকাতা মেডিক্যাল কলেজে রয়েছে এইচআইভি-আক্রান্ত শিশুদের আঞ্চলিক এআরটি সেন্টার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় হাজারখানেক শিশু এখানে এআরটি নিতে আসে। সেখানেও গত প্রায় দু’মাস ধরে এআরটি-র বেশ কিছু ওষুধ অমিল বলে গুরুতর অভিযোগ উঠেছে।
ওই কেন্দ্রের চিকিৎসকেরাই জানিয়েছেন, ওষুধের অভাবে নিয়ম ভেঙে প্রাপ্তবয়স্ক এইচআইভি-আক্রান্তদের ওষুধ শিশুদের চার ভাগ করে খেতে বলা হচ্ছে। এতে অবধারিত ডোজ-এ গোলমাল হচ্ছে। তার জেরে শিশুদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে। কমছে শরীরের প্রতিরোধ শক্তি।
ট্রপিক্যাল ও মেডিক্যালে এআরটি-র এই আকালে রোগীদের শরীর কতটা খারাপ হল বা শরীরের প্রতিরোধ ক্ষমতা কতটা কমল, বুঝতেও ডাক্তারদের কালঘাম ছুটছে। কারণ ওষুধের অভাবের পাশাপাশি রোগীদের শরীর পরীক্ষার জন্য ট্রপিক্যালে যে একটিমাত্র ‘সিডি-ফোর কাউন্ট যন্ত্র’ রয়েছে সেটিও গত সাত মাসে ছ’বার বিকল হয়েছে। আপাতত এক সপ্তাহ ধরে সেটি আবার বিকল!
রাজ্য এডস্ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগ (স্যাক্স)-এ এআরটি-র দায়িত্বে থাকা সুকুমার বিষয়ী এ ব্যাপারে সাফাই দেন, “এআরটি-র অন্তর্ভুক্ত কিছু ওষুধ যেমন টেনোফোবির, এফাভিরেঞ্জের অভাব রয়েছে। ওষুধ পাঠানোর দায়িত্ব জাতীয় এডস্ নিয়ন্ত্রণ সংস্থা বা ন্যাকো-র। ওরা অনিয়মিত ভাবে ওষুধ পাঠায় বলে মাঝেমধ্যেই এমন সঙ্কট তৈরি হয়। আমরা নিরুপায়, কারণ এই ওষুধ কেনার অধিকার রাজ্যের হাতে নেই।”
ন্যাকো-তে অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি-র দায়িত্বে থাকা জাতীয় প্রোগ্রাম অফিসার ভারতভূষণ রেওয়ারিও স্যাক্সের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন, “কত ওষুধ দরকার, পশ্চিমবঙ্গ তা সময় মতো জানায় না বলেই ওদের ওষুধ পেতে সমস্যা হয়।” যার সমর্থন করে ট্রপিক্যাল ও মেডিক্যালের এআরটি সেন্টারের কর্মীরা অভিযোগ করেছেন, ওষুধ নেই বা যন্ত্র খারাপের কথা স্যাক্স-এ বারবার লিখে জানালেও সেখানকার কর্তাদের কোনও হেলদোল হয় না। তাই কলকাতা শহরের বুকে এইচআইভি চিকিৎসার এমন নজিরবিহীন শোচনীয় অবস্থার সৃষ্টি হয়েছে।
এইচআইভি-আক্রান্তদের সংগঠন ‘বেঙ্গল নেটওয়ার্ক অফ পজিটিভ পিপল’ (বিএনপি)-এর সভাপতি কিশোর সাউ জানিয়েছেন, এইচআইভি রোগীকে এক মাসের এআরটি-র ওষুধ একবারে দেওয়ার কথা। বেঁচে থাকার জন্য সারাজীবন, প্রতি দিন এঁদের ওষুধ খেতে হয়। ট্রপিক্যালে ওষুধের অভাবে এক মাসের বদলে সাত দিনের ওষুধ হাতে ধরিয়ে আবার সাত দিন পরে আসতে বলছে। দূর-দূরান্ত জেলা থেকে অসুস্থ মানুষেরা এক দিনের রুজি কামাই করে এত ঘন ঘন কী করে আসবেন? ফলে তাঁরা আসছেন না। মাঝপথে ওষুধ বন্ধ হয়ে গিয়ে এঁদের দেহে ওষুধের প্রতি প্রতিরোধ তৈরির সম্ভাবনা বাড়ছে।
একই সমস্যা হচ্ছে গর্ভবতী এইচআইভি আক্রান্তদের। সব ওষুধ না পাওয়ায় এঁদের গর্ভের সন্তানেরও এইচআইভি আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.